Ajker Patrika

মধুখালীতে আগুনে পুড়ে গেছে ৮ বসতঘর 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৮: ৫১
মধুখালীতে আগুনে পুড়ে গেছে ৮ বসতঘর 

ফরিদপুরের মধুখালীর চরশ্রীরামকান্দি গ্রামের তিনটি পরিবারের বসতঘর, গোয়ালঘরসহ নগদ টাকা আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চরশ্রীরামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। ক্ষতিগ্রস্তরা হলেন আজিজ শেখের ছেলে আলম শেখ, আলিম শেখ ও মৃত মানিক সরদারের ছেলে মনিরুদ্দিন সরদার।

নওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই তিন পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে যায়।

জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের আগেই পুড়ে শেষ হয়ে যায় ৮টি ঘরসহ ঘরের মধ্যে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও ফসল। পরে মধুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে কিন্তু তার আগেই আগুনে আটটি ঘর পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে আলম শেখের তিনটি ঘর, আলিমের দুটি ঘর ও মনিরুদ্দিনের তিনটি ঘর ও নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ ঘরে থাকা আসবাবপত্র, ফসলাদি, ব্যবহার্য কাপড়চোপড় পুড়ে যায়। এতে তাঁদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। রাতেই বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু ও সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত