Ajker Patrika

১৫ দিনের পরিচয়ে ঢাকায় এনে হোটেলবাস, যশোরের তরুণীকে রাস্তায় রেখে পালাল যুবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৯: ৪৭
১৫ দিনের পরিচয়ে ঢাকায় এনে হোটেলবাস, যশোরের তরুণীকে রাস্তায় রেখে পালাল যুবক

ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীকে যশোর থেকে ঢাকায় ডেকে নিয়ে বিয়ের ভুয়া কাগজ তৈরি, ধর্ষণ ও অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনোর কেন্দুয়া উপজেলার দুর্গম চর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ বলছে, নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে তরুণীদের বিশ্বাস অর্জন করে, দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন এই যুবক। 

আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রেফাতুল ইসলাম। 

ওই যুবকের নাম মো. আলমগীর খাঁ ওরফে আরিফ (৩০)। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তাঁর বাড়ি। 

অনলাইনে প্রেম প্রতারণার কথা উল্লেখ করে এসি মো. রেফাতুল ইসলাম বলেন, ‘যশোরে কোতোয়ালি উপজেলার ২৩ বছর বয়সী এক তরুণীর ফেসবুকে আলমগীর খাঁ ওরফে আরিফের সঙ্গে পরিচয় হয়। মাত্র ১৫ দিনের পরিচয় থেকে আরিফের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাবিনার। অনলাইনে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে বিশ্বস্ততায় রূপ দিতে আরিফ নিজেই চলে যান যশোরে সাবিনাদের বাড়িতে। সরাসরি দেখা করে আস্থা অর্জন শেষে আরিফের সঙ্গে বাড়ি ছাড়েন এই তরুণী।’ 

রেফাতুল ইসলাম আরও বলেন, ‘প্রতারক আরিফ সাবিনাকে যশোর থেকে সরাসরি রাজধানীর পুরান ঢাকার জজকোর্ট এলাকায় নিয়ে আসেন। তিন পাতার স্ট্যাম্পে সাবিনাকে স্বাক্ষর করতে বলেন। দ্বিধান্বিত সাবিনাকে আশ্বস্ত করেন যে এটিই তাঁদের বিয়ের দলিল। অথচ তা ছিল একটি বানোয়াট নোটারি। এরপর ওই তরুণীকে নিয়ে ওঠেন পাশের একটি আবাসিক হোটেলে। সেখানে সাবিনাকে ধর্ষণ শেষে কৌশলে সাবিনার সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণের চেন ও মোবাইল ফোন নিয়ে সটকে পড়েন আরিফ। প্রেমিকের মুখোশের আড়ালে থাকা আরিফ সাবিনাকে পুরান ঢাকার রাস্তায় ফেলে নিজ এলাকায় গিয়ে আত্মগোপন করে।’ 

সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া প্রতারক মো. আলমগীর খাঁ ওরফে আরিফ। ছবি: সংগৃহীতএসি মো. রেফাতুল ইসলাম বলেন, ‘বিশ্বাস করে মাত্র ১৫ দিনের পরিচিত প্রেমিকের সঙ্গে বাড়ি ছাড়া সাবিনা সর্বস্ব হারিয়ে ওয়ারি থানায় হাজির হন। প্রেমিকের প্রতারণার শিকার তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাঠে নামে পুলিশ। তিন দিনের অভিযান শেষে গ্রেপ্তার করা হয় তাঁকে। পুলিশের অভিযানের আগেই নিজেকে আড়াল করতে স্থান পরিবর্তন করায় তাঁকে গ্রেপ্তার করতে বেগ পেতে হয় পুলিশ কর্মকর্তাদের।’ 

গ্রেপ্তার আরিফের বিষয়ে সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আরিফের নির্দিষ্ট কোনো পেশা নেই। দীর্ঘদিন ধরে বেকার আরিফ মোবাইল ফোনে বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে টাকাপয়সা হাতিয়ে নিয়ে প্রতারণা করতেন। তাঁর মোবাইল ফোনে বেশ কয়েকটি ফেসবুক আইডি ও বিভিন্ন মেয়েদের ব্যক্তিগত ছবি পাওয়া গেছে। যদিও নিজেকে সেনাবাহিনীর একজন সৈনিক পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন, তবে তিনি এমন কোনো পদে কখনো চাকরি করেননি। বরং একসময়ে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করার সময়ে সেনাবাহিনীর পোশাক পাওয়ার দাবি করলেও সেটিও সঠিক নয়। এই পোশাক পরিহিত ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন তিনি।’

পুলিশ কর্মকর্তা রেফাতুল ইসলাম বলেন, ‘বিবাহিত হয়েও অবিবাহিত পরিচয় দেওয়া আরিফ ২০১৩ সালে আরও এক তরুণীকে একইভাবে প্রেমের ফাঁদে ফেলে তাঁর বন্ধুর বাসায় নিয়ে বন্ধুসহ ধর্ষণ করেন। এই ঘটনায় নেত্রকোনার কেন্দুয়া থানায় একটি ধর্ষণ মামলার তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে নানা পেশার পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একইভাবে প্রতারণার কথা স্বীকার করেছেন। তবে ভুক্তভোগীরা লোকলজ্জার ভয়ে আইনের আশ্রয় না নেওয়ায় নিরাপদেই প্রেমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন এই প্রতারক আরিফ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত