Ajker Patrika

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৩: ৫৩
সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ও সাভার পৌর শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ এই কমিটি দুটির অনুমোদন দিয়েছে।

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত পৃথক দুটি প্যাডে কমিটি দুটির অনুমোদন দেওয়া হয়েছে।

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখায় আসাদুজ্জামান জীবনকে সভাপতি ও সাইফ আহমেদ নাসিমকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সাভার পৌর শাখায় মাসুম দেওয়ানকে সভাপতি ও আব্দুল্লাহ আল নাঈমকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘দুটি শাখারই পুরোনো কমিটি বিলুপ্ত করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য কমিটি দুটির অনুমোদন দেওয়া হয়েছে। অতি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ একই দিনে সাভারে পার্শ্ববর্তী ধামরাই উপজেলায়ও চারটি শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে। শাখাগুলো হলো—ধামরাই উপজেলা, ধামরাই সরকারি কলেজ, ধামরাই পৌর ও নবযুগ ডিগ্রি কলেজ শাখা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত