নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সড়কে যানবাহনগুলো জেব্রা ক্রসিং ও সিগনালে সঠিকভাবে থামলে সড়ক দুর্ঘটনা কমবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ রোববার গুলশানের নগর ভবনে সড়কে মৃত্যু ও ক্ষতিগ্রস্তদের স্মরণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সংলাপে তিনি এ মন্তব্য করেন।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্রাটেজিসের সহায়তায় প্রথমবারের মত নানা কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করছে ডিএনসিসি। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘মনে রেখো, সমর্থন করো এবং ভূমিকা রাখো।’
মেয়র বলেন, ‘সড়ক দুর্ঘটনা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যা আমাদের সকলকে প্রভাবিত করে। ঢাকায় ছোট গাড়ির আধিক্য যানজটের অন্যতম কারণ। আবার যানজট হতে মুক্ত হলে বেপরোয়া গতি লক্ষ্য করা যায়। যান্ত্রিক যানগুলো জেব্রা ক্রসিং ও সিগনালে সঠিকভাবে থামাকে পথচারীদের সড়ক পারাপারে ঝুঁকি কমে আসবে। এছাড়া ঢাকার অনেক সড়ক পারাপারের জন্য ফুটওভারব্রিজ রয়েছে সেগুলো ব্যবহারেও পথচারীদের ঝুঁকি কমে আসবে।’
দিবসটি পালনে ডিএনসিসি নগর ভবন প্রাঙ্গণে ঢাকা শহরের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের করুণ জীবনকাহিনি নিয়ে তৈরি ফটো স্টোরি কর্নার জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো আতিকুল ইসলাম সড়কে হতাহতদের করুণ কাহিনিগুলো শোনেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান, নীরবতা পালন করেন ও সশ্রদ্ধায় তাঁদের স্মরণ করেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনায় তাঁর পরিবারের এক সদস্য হারানোর বিষয়টি উপস্থিত সকলকে অবহিত করেন। বিষয়টি তাঁর এবং তাঁর পরিবারের জন্য কতটা ব্যথা বেদনার ছিল তা জানান।
অনুষ্ঠানে দুজন ভুক্তভোগী তাদের বক্তব্য তুলে ধরেন, যারা সড়কে তাদের প্রিয়জনকে হারিয়েছেন ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে অ্যাডভোকেট ইতি রানী সাহা, তিনি সড়কে তাঁর স্বামী হারিয়েছেন এবং সাংবাদিক নিখিল ভদ্র, যিনি দুটি পা হারিয়ে কৃত্রিম পায়ে নির্ভর করে জীবনযাপন করছেন।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে সংলাপে আরও অংশ নেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) পরিচালক (সড়ক নিরাপত্তা) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান, বুয়েটের সহকারী অধ্যাপক ড. আর্মানা সাবিহা হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল আলম প্রমুখ।
সড়কে যানবাহনগুলো জেব্রা ক্রসিং ও সিগনালে সঠিকভাবে থামলে সড়ক দুর্ঘটনা কমবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ রোববার গুলশানের নগর ভবনে সড়কে মৃত্যু ও ক্ষতিগ্রস্তদের স্মরণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সংলাপে তিনি এ মন্তব্য করেন।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্রাটেজিসের সহায়তায় প্রথমবারের মত নানা কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করছে ডিএনসিসি। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘মনে রেখো, সমর্থন করো এবং ভূমিকা রাখো।’
মেয়র বলেন, ‘সড়ক দুর্ঘটনা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যা আমাদের সকলকে প্রভাবিত করে। ঢাকায় ছোট গাড়ির আধিক্য যানজটের অন্যতম কারণ। আবার যানজট হতে মুক্ত হলে বেপরোয়া গতি লক্ষ্য করা যায়। যান্ত্রিক যানগুলো জেব্রা ক্রসিং ও সিগনালে সঠিকভাবে থামাকে পথচারীদের সড়ক পারাপারে ঝুঁকি কমে আসবে। এছাড়া ঢাকার অনেক সড়ক পারাপারের জন্য ফুটওভারব্রিজ রয়েছে সেগুলো ব্যবহারেও পথচারীদের ঝুঁকি কমে আসবে।’
দিবসটি পালনে ডিএনসিসি নগর ভবন প্রাঙ্গণে ঢাকা শহরের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের করুণ জীবনকাহিনি নিয়ে তৈরি ফটো স্টোরি কর্নার জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো আতিকুল ইসলাম সড়কে হতাহতদের করুণ কাহিনিগুলো শোনেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান, নীরবতা পালন করেন ও সশ্রদ্ধায় তাঁদের স্মরণ করেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনায় তাঁর পরিবারের এক সদস্য হারানোর বিষয়টি উপস্থিত সকলকে অবহিত করেন। বিষয়টি তাঁর এবং তাঁর পরিবারের জন্য কতটা ব্যথা বেদনার ছিল তা জানান।
অনুষ্ঠানে দুজন ভুক্তভোগী তাদের বক্তব্য তুলে ধরেন, যারা সড়কে তাদের প্রিয়জনকে হারিয়েছেন ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে অ্যাডভোকেট ইতি রানী সাহা, তিনি সড়কে তাঁর স্বামী হারিয়েছেন এবং সাংবাদিক নিখিল ভদ্র, যিনি দুটি পা হারিয়ে কৃত্রিম পায়ে নির্ভর করে জীবনযাপন করছেন।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে সংলাপে আরও অংশ নেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) পরিচালক (সড়ক নিরাপত্তা) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান, বুয়েটের সহকারী অধ্যাপক ড. আর্মানা সাবিহা হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল আলম প্রমুখ।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে