Ajker Patrika

নারায়ণগঞ্জে দেবরের মারধরে ভাবীর মৃত্যু  

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২১: ৫১
নারায়ণগঞ্জে দেবরের মারধরে ভাবীর মৃত্যু  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দেবরের মারধরে ভাবি পারভীন আক্তারের (৪২) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত দেবর রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত পারভীন একই উপজেলার মুশুরী এলাকার আবদুল হাইয়ের মেয়ে। সে দুই সন্তানের জননী। অন্যদিকে অভিযুক্ত রফিকুল ইসলাম মুশুরী এলাকার শুক্কুর আলীর ছেলে। 

গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভীন আক্তার। এর আগে, গত ২৭ মার্চ পারিবারিক কলহের জের ধরে রফিক লাঠি ও লোহার রড দিয়ে ভাবিকে মারধর করেন। এই ঘটনায় নিহতের বড় ভাই মাসুম মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় রফিক ও তার ছেলে রনিকে আসামি করা হয়েছে। 

মামলার বাদী মাসুম বলেন, ২৫ বছর আগে আমার বোনের বিয়ে হয় রফিকের বড় ভাই নজরুল ইসলামের সঙ্গে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। গত ২৭ মার্চ রফিকুল তার ছেলে রনির সঙ্গে ঝগড়া বিবাদ করতে থাকে। বাবা-ছেলের ঝগড়া থামাতে যায় ভাবি পারভীন আক্তার। এ সময় রফিকুল ও রনি উত্তেজিত অবস্থায় পারভীনকে পিটিয়ে আহত করে। 

ঘটনার পরপরেই আহত পারভীনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মঙ্গলবার এই ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করে। 

এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ‘নিহতের খবর পেয়ে দেবর রফিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত