Ajker Patrika

ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জেলা প্রশাসকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২২: ৩১
ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জেলা প্রশাসকের

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হবে।’ 

নির্বাচনকে কেন্দ্র করে আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন জেলা প্রশাসক। এ সময় তিনি নির্বিঘ্নে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। 

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের নির্বাচনের সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটগ্রহণকারী কর্মকর্তা, ভোটগ্রহণের সরঞ্জাম আমরা পৌঁছে দিয়েছি। আমাদের ৯ জন ম্যাজিস্ট্রেট এবং ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে। পাশাপাশি আরও ৩০ জন ম্যাজিস্ট্রেট পেয়েছি। পুলিশের প্রায় ৭৬টি টিম রয়েছে। এর মধ্যে ৩০টি টিম মাঠে আছে। র‍্যাবের রয়েছে ৬৫টি টিম। বিজিবির ১৪টি দল মাঠ পর্যায়ে কাজ করছে, আরও ৬টি দল আগামীকাল যুক্ত হবে।’ 
 
জেলা প্রশাসক আরও বলেন, ‘আমরা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। আগামীকালের (রোববার) নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আমাদের প্রত্যাশা ভোটাররা সুন্দরভাবে এসে ভোট দিতে পারবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত