Ajker Patrika

বেইলি রোডে রিকশাকে ধাক্কা দেওয়া সেই গাড়িচালক মাসহ আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ৫১
বেইলি রোডে রিকশাকে ধাক্কা দেওয়া সেই গাড়িচালক মাসহ আটক

রাজধানীর বেইলি রোডে গত শুক্রবার বেপরোয়া গতির একটি প্রাইভেট কার এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ও রিকশায় থাকা আরোহীরা আহত হন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় আজ রোববার প্রাইভেট কারের চালক দশম শ্রেণির শিক্ষার্থী তাসকিন ও তার মা সুমাইয়াকে চুয়াডাঙ্গা থেকে আটক করেছে তেজগাঁও বিভাগের পুলিশ।

আজ রোববার তাদের দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। 

ডিসি বিপ্লব বলেন, ‘বেইলি রোডে রিকশাকে ধাক্কা দেওয়ার ঘটনায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর পুলিশের সহায়তায় আজ রোববার ভোরে তাদের আটক করা হয় এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়। আটক দুজনকে ঢাকায় আনা হচ্ছে। এ ঘটনায় তাসকিনের বাবা ও বড় ভাইকে হাতিরঝিল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বেইলি রোডে বেপরোয়া একটি প্রাইভেট কার এক রিকশাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন রিকশারোহী বাবা ও ছোট্ট শিশু। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। 

এই ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কালো রঙের একটি প্রাইভেট কার রাস্তার বাঁ পাশ দিয়ে চলন্ত একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত