Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আগামীকাল রোববার ও পরদিন সোমবার দুদিন ক্লাস-পরীক্ষা বর্জন করবেন তাঁরা।

আজ শনিবার বিকেলে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সাত কলেজ নিয়ে প্রেস সচিবের বক্তব্য প্রত্যাহার, সংস্কার কমিটি বাতিল, বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবি জানানো হয়।

আন্দোলনের অন্যতম সংগঠক জাকারিয়া বারী সাগর বলেন, ‘আগামী রোববার ও সোমবার সাত কলেজে অভ্যন্তরীণ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস পরীক্ষায় অংশ নেবে না। একই সঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ সময়ের মধ্যে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করব। শিক্ষার্থীদের প্রতিপক্ষ কেউই নয়, তাঁদের প্রতিপক্ষ একটি সিন্ডিকেট। সাত কলেজকে অধিভুক্ত বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে।’

দেশের বিভিন্ন গুণীজন, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা চলমান আন্দোলনে সমর্থন করেছেন উল্লেখ করে দেশের সকল স্তরের মানুষের সমর্থন চান বারী।

সংবাদ সম্মেলনে সাত কলেজের প্রতিনিধি, সাত কলেজ সংস্কার আন্দোলনের সংগঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত