Ajker Patrika

ট্রেড লাইসেন্সের অতিরিক্ত ফি বন্ধে ঢাকা উত্তর সিটিকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৬: ১৯
ট্রেড লাইসেন্সের অতিরিক্ত ফি বন্ধে ঢাকা উত্তর সিটিকে লিগ্যাল নোটিশ

ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন ও নবায়নে ‘অন্যান্য ফি’র নামে অতিরিক্ত অর্থ গ্রহণ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

আজ রোববার রেজিস্ট্রি ডাকযোগে সিটি করপোরেশনকে এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিল আহমাদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই নোটিশ পাঠানো হয়েছে। 

নোটিশের বিষয়ে আইনজীবী সাকিল আহমাদ বলেন, ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন ও নবায়নে ‘অন্যান্য ফি’র নামে ৫০০ টাকা করে গ্রহণ করছে ডিএনসিসি। কিন্তু এই ‘অন্যান্য ফি’র নামে কোনো ফি আইন বা বিধিমালায় নেই। একই সঙ্গে এই ‘অন্যান্য ফি’টা কী বাবদ নেওয়া হচ্ছে, সে বিষয়ে ডিএনসিসির কোনো অফিশিয়াল গেজেট নেই। সুতরাং এই ফি গ্রহণ বন্ধ করতে হবে। 

নোটিশকারী আইনজীবী আরও জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬-এর আওতায় উল্লেখিত ফি’সমূহ গ্রহণ করে। এই আইনে অন্যান্য ফি নামক কোনো ফি’র ক্যাটাগরি নেই। তাই নোটিশ পাওয়ারর সাত দিনের মধ্যে অন্যান্য ফি নামক ফি নেওয়া বন্ধ করার জন্য বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেও জানান সাকিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত