নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ফেনসিডিলজাতীয় নতুন মাদক এসকাফ (Eskuf) সিরাপ, বিপুল পরিমাণ গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৮৪ বোতল সিরাপ ও ৫ মণ গাঁজা উদ্ধার করা হয়। প্রথমবারের মতো এই সিরাপজাতীয় মাদক এসকাফ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ৮টায় রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় ব্রিজ এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. জুয়েল, মো. হুমায়ুন, মো. সাদেক ও মো. লিটন।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ ও গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করেন। এসকাফ সিরাপের বোতল ভারত থেকে বিভিন্নভাবে নিয়ে আসা হয়। এসব মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা থেকে সবজির পিকআপ ভ্যানে করে নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, এসকাফ সিরাপজাতীয় মাদক। ফেনসিডিলের মতোই কোডাইন ফসফেটসমৃদ্ধ সিরাপ। বোতলে করে ওষুধের মতো নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, যেভাবে ফেনসিডিল আসত, সেই একই রাস্তায় এগুলোও আসছে। প্রতি বোতল ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে পুলিশ—এমন বার্তা জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, 'উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত, এটি আমাদের বিবেচ্য নয়। মাদক বিক্রেতা এবং মাদকসেবী উভয়কেই আমরা গ্রেপ্তার করছি। রাজধানীসহ সারা দেশে আমাদের মাদকবিরোধী অভিযান চলছে। মাদকের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।'
প্রতিনিয়ত নতুন নতুন মাদকের বিস্তার ও প্রসার রোধে পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে—জানতে চাইলে হারুন বলেন, 'আমরা এখন মাদক গ্রহণ করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। প্রতিদিন আমাদের অভিযান চলছে। প্রতিদিনই কোনো না কোনো থানায় মাদকের জন্য মামলা হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি।'
ঢাকা: ফেনসিডিলজাতীয় নতুন মাদক এসকাফ (Eskuf) সিরাপ, বিপুল পরিমাণ গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৮৪ বোতল সিরাপ ও ৫ মণ গাঁজা উদ্ধার করা হয়। প্রথমবারের মতো এই সিরাপজাতীয় মাদক এসকাফ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ৮টায় রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় ব্রিজ এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. জুয়েল, মো. হুমায়ুন, মো. সাদেক ও মো. লিটন।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ ও গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করেন। এসকাফ সিরাপের বোতল ভারত থেকে বিভিন্নভাবে নিয়ে আসা হয়। এসব মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা থেকে সবজির পিকআপ ভ্যানে করে নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, এসকাফ সিরাপজাতীয় মাদক। ফেনসিডিলের মতোই কোডাইন ফসফেটসমৃদ্ধ সিরাপ। বোতলে করে ওষুধের মতো নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, যেভাবে ফেনসিডিল আসত, সেই একই রাস্তায় এগুলোও আসছে। প্রতি বোতল ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে পুলিশ—এমন বার্তা জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, 'উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত, এটি আমাদের বিবেচ্য নয়। মাদক বিক্রেতা এবং মাদকসেবী উভয়কেই আমরা গ্রেপ্তার করছি। রাজধানীসহ সারা দেশে আমাদের মাদকবিরোধী অভিযান চলছে। মাদকের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।'
প্রতিনিয়ত নতুন নতুন মাদকের বিস্তার ও প্রসার রোধে পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে—জানতে চাইলে হারুন বলেন, 'আমরা এখন মাদক গ্রহণ করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। প্রতিদিন আমাদের অভিযান চলছে। প্রতিদিনই কোনো না কোনো থানায় মাদকের জন্য মামলা হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি।'
বরগুনার বামনায় এক অটোরিশাচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত ওই চালকের নাম মো. আজিজুল (২২)। তিনি উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
১৩ মিনিট আগেযশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দিয়ে প্রাইভেট কারে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দোকানে ঢুকে পড়লে মোহাম্মদ হাফিজ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। ঘটনায় আরও একজন আহত হয়েছে।
২ ঘণ্টা আগে