Ajker Patrika

মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ১০ ইউপি চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৬
মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ১০ ইউপি চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) : মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঝি মো. বেলায়েত হোসেন (লিটন) মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের ২০১৯-২০২১ অর্থবছরের দক্ষতা মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি এ স্বীকৃতি পান। 

জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার পুরস্কার হিসেবে তাঁর হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন—এ অর্জন উপজেলাবাসীর। এ স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করবে। আমি সৎভাবে জনগণের সেবা করতে চাই। গ্রামের সকল মানুষের মুখে হাসি ফুটাতে চাই। যত দিন বাঁচি এলাকাবাসীর পাশে থেকে একজন সাধারণ মানুষ হিসেবে কাজ করে যেতে চাই। 

সরকারের উন্নয়নের দক্ষতা মূল্যায়নে বেলায়েত হোসেন ছাড়াও জেলার ৬৮ ইউনিয়নের মধ্যে ১০ জন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরা হলেন—মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি বাচ্চু শেখ, সদর উপজেলার পঞ্চসার ইউপি চেয়ারম্যান হাজী গোলাম মোস্তাফা, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. আশরাফ হোসেন খান, শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান ও গজারিয়া উপজেলার ৩ জনসহ মোট ১০ জন। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এদের হাতেও সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত