Ajker Patrika

ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে আমার দেশ: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৪: ৪০
ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে আমার দেশ: মাহমুদুর রহমান

দেশের মিডিয়া বিগত ১৬ বছর ধরে ফ্যাসিবাদের দোসরের কাজ করেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আগামী ডিসেম্বরের মধ্যেই আমার দেশ পত্রিকা বাজারে আসবে বলেও জানান তিনি।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘আমার দেশের সংবাদ সম্মেলনে’ তিনি এ মন্তব্য করেন। 

মাহমুদুর রহমান বলেন, ‘হাসিনার ফ্যাসিবাদ যে এত ভয়ংকর হয়ে উঠেছিল, তার পেছনে যেমন পুলিশ, আমলা, ব্যবসায়ী, সেনাবাহিনীর ভূমিকা ছিল, তার সঙ্গে মিডিয়ারও ভূমিকা ছিল। মিডিয়া ১৬ বছর ধরে ফ্যাসিবাদের দোসরের কাজ করেছে।’ 

তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনের নামে নির্লজ্জ তেলবাজির প্রতিযোগিতা আমরা দেখেছি। সাংবাদিক হিসেবে আপনাদের ছোট হয়ে যাওয়ার কথা। এতটা ছোট হতে পারে আপনাদের সম্পাদকেরা! আমার তো বিদেশে বসেই লজ্জা লাগত!’

আমার দেশ পত্রিকা আগামী ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে জানিয়ে সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘যতই কষ্ট হোক, ডিসেম্বরের মধ্যে আমরা আপনাদের হাতে আমার দেশ তুলে দেব। মত প্রকাশের জন্য আওয়াজ তুলবে আমার দেশ।’ 

বর্তমান সময়ে ‘আমার দেশ’-এর মতো শক্তিশালী মিডিয়ার প্রয়োজন আছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘আমার দেশের আমরা যাঁরা পরিচালক আছি, তাঁরা সীমিত অর্থের মালিক। আর আমরা কোনো করপোরেট মিডিয়া না। বাংলাদেশে একমাত্র আমার দেশ কোনো করপোরেট বা দলীয় মিডিয়া না। আমরা নিজেরা কষ্ট করে চালাই। বাংলাদেশ রাষ্ট্রের যে অবস্থা, যে ষড়যন্ত্রের মুখে আমরা দাঁড়িয়ে আছি, সেই ষড়যন্ত্রের মুখে আমার দেশের মতো শক্তিশালী মিডিয়া প্রয়োজন, যে মিডিয়া কোনো করপোরেট স্বার্থের জন্য দাঁড়াবে না, কোনো দলের জন্য দাঁড়াবে না। দাঁড়াবে বাংলাদেশের জন্য গণমানুষের অধিকারের জন্য। সাংবাদিকদের কথা বলার অধিকারের জন্য দাঁড়াবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত