নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আট-দশ বছর বয়স থেকে রড চুরির মাধ্যমে এই পেশা শুরু জব্বার মোল্লার। তাঁর বর্তমান বয়স ৬৭ বছর। দীর্ঘ ২২ বছর রাজধানী বিভিন্ন এলাকায় লোহা, ছোটখাটো জিনিসপত্র চুরি করে বিক্রি করতেন। চুরির মালামাল বিক্রি করতে গিয়ে পরিচয় হয় আরও কয়েকজন চোরের সঙ্গে। তাদের সঙ্গে মিলে পরবর্তী সময়ে গড়ে তোলেন এক বিশাল চোর চক্র। চক্রটি চুরিতে নিয়ে আসে এক নতুন ধারা। যারা শুধু দারোয়ানহীন ও সিসি ক্যামেরাহীন বাড়িতে দরজা ভেঙে চুরি করেন। সন্দেহ এড়াতে পরিধান করেন পায়জামা, পাঞ্জাবি ও টুপি। তাদের মূল টার্গেট সোনা-রুপার গয়না, নগদ টাকা ও ডলার। দরজা ভেঙে চুরির লাইনেও তাঁরা কাটিয়েছেন প্রায় ২৫ বছর। জব্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও কখনো গ্রেপ্তার হননি তিনি।
খিলক্ষেত এলাকায় এক চিকিৎসক দম্পতির বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে গতকাল শনিবার ঢাকা থেকে জব্বার মোল্লাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এই চোর চক্রের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ, ৮২ ভরি রুপা ও নগদ প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার চক্রের অন্য সদস্যরা হলেন জামাল শিকদার, আবুল, আজিম উদ্দিন। এ ছাড়া চোরাই স্বর্ণ কেনার অপরাধে টঙ্গী এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আনোয়ার হোসেন ও তাঁতীবাজার এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়। উত্তম নামে আর এক জুয়েলারি ব্যবসায়ীকে খুঁজছে ডিবি।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, জব্বার প্রায় ২০০ বাড়িতে চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এই দীর্ঘ সময় বাসাবাড়ি থেকে চুরি করা প্রায় ৫০০ ভরি স্বর্ণ তিনি তাঁতীবাজার এলাকায় বিক্রি করেছেন। আরও প্রায় ২০০ ভরি স্বর্ণ ও রুপা টঙ্গী বাজার এলাকার বিভিন্ন জুয়েলারি দোকানে বিক্রি করেছেন।
ডিবির এই কর্মকর্তা বলেন, টার্গেট করা বাসায় ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ডলার চুরি করেন তাঁরা। বাসায় অন্য কিছু থাকলেও সেগুলো চুরি করেন না এই চক্রের সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, জব্বার মোল্লা চারটি বিয়ে করেছেন। চুরির টাকা দিয়ে তাদের সুন্দরভাবে ভরণপোষণ করেন। চুরির টাকা দিয়ে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় জমিও কিনেছেন তিনি।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আট-দশ বছর বয়স থেকে রড চুরির মাধ্যমে এই পেশা শুরু জব্বার মোল্লার। তাঁর বর্তমান বয়স ৬৭ বছর। দীর্ঘ ২২ বছর রাজধানী বিভিন্ন এলাকায় লোহা, ছোটখাটো জিনিসপত্র চুরি করে বিক্রি করতেন। চুরির মালামাল বিক্রি করতে গিয়ে পরিচয় হয় আরও কয়েকজন চোরের সঙ্গে। তাদের সঙ্গে মিলে পরবর্তী সময়ে গড়ে তোলেন এক বিশাল চোর চক্র। চক্রটি চুরিতে নিয়ে আসে এক নতুন ধারা। যারা শুধু দারোয়ানহীন ও সিসি ক্যামেরাহীন বাড়িতে দরজা ভেঙে চুরি করেন। সন্দেহ এড়াতে পরিধান করেন পায়জামা, পাঞ্জাবি ও টুপি। তাদের মূল টার্গেট সোনা-রুপার গয়না, নগদ টাকা ও ডলার। দরজা ভেঙে চুরির লাইনেও তাঁরা কাটিয়েছেন প্রায় ২৫ বছর। জব্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও কখনো গ্রেপ্তার হননি তিনি।
খিলক্ষেত এলাকায় এক চিকিৎসক দম্পতির বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে গতকাল শনিবার ঢাকা থেকে জব্বার মোল্লাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এই চোর চক্রের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ, ৮২ ভরি রুপা ও নগদ প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার চক্রের অন্য সদস্যরা হলেন জামাল শিকদার, আবুল, আজিম উদ্দিন। এ ছাড়া চোরাই স্বর্ণ কেনার অপরাধে টঙ্গী এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আনোয়ার হোসেন ও তাঁতীবাজার এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়। উত্তম নামে আর এক জুয়েলারি ব্যবসায়ীকে খুঁজছে ডিবি।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, জব্বার প্রায় ২০০ বাড়িতে চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এই দীর্ঘ সময় বাসাবাড়ি থেকে চুরি করা প্রায় ৫০০ ভরি স্বর্ণ তিনি তাঁতীবাজার এলাকায় বিক্রি করেছেন। আরও প্রায় ২০০ ভরি স্বর্ণ ও রুপা টঙ্গী বাজার এলাকার বিভিন্ন জুয়েলারি দোকানে বিক্রি করেছেন।
ডিবির এই কর্মকর্তা বলেন, টার্গেট করা বাসায় ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ডলার চুরি করেন তাঁরা। বাসায় অন্য কিছু থাকলেও সেগুলো চুরি করেন না এই চক্রের সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, জব্বার মোল্লা চারটি বিয়ে করেছেন। চুরির টাকা দিয়ে তাদের সুন্দরভাবে ভরণপোষণ করেন। চুরির টাকা দিয়ে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় জমিও কিনেছেন তিনি।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
১৫ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৪২ মিনিট আগে