Ajker Patrika

রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ১ 

প্রতিনিধি, ঢামেক
রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ১ 

রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় ফয়সাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন শ্রী হরিচরণ (৪৬) নামে আরেক ব্যক্তি। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে ফয়সালকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফয়সাল। একটি প্যাকেজিং কারখানায় চাকরি করতেন তিনি। 

বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম বলেন, রাতে বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান ওই দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তাঁরা। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

তিনি জানান, নিহত ফয়সাল একটি প্যাকেজিং কারখানায় চাকরি করতেন। তবে ঢাকার কোন জায়গায় থাকতেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আর আহত হরিচরণ একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত