Ajker Patrika

হেলে পড়া কাভার্ড ভ্যানে চাপা পড়ে প্রাণ গেল চালকের

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৬: ৪৪
হেলে পড়া কাভার্ড ভ্যানে চাপা পড়ে প্রাণ গেল চালকের

সাভারের আশুলিয়ায় পুকুরের পাড়ে হেলে পড়া কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে শাহাদাত হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলে এসকে এন্টারপ্রাইজ ট্রান্সপোর্ট নামে পরিবহনের ডিপোতে একটি কাভার্ড ভ্যান পার্কিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানটি পোশাক কারখানার মালামাল পরিবহনের কাজ করে থাকে।

নিহত ট্রাকচালক শাহাদাত হোসেন (২৪) কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার মঘুয়া গ্রামের শাহ আলমের ছেলে। বর্তমানে পার্কিং ডিপোতে বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শী এবং একই ট্রান্সপোর্টের চালক হাবিব রহমান বলেন, ‘খালের কিনারে কাভার্ড ভ্যানটি গর্তে পড়ে হেলে পড়লে চালক শাহাদাত নেমে দেখতে যান। এ সময় খালের পাড় ভেঙে উল্টে যায় কাভার্ড ভ্যানটি। এলাকাবাসীসহ কাভার্ড ভ্যানটি উঁচু করার চেষ্টা করেছি। পারি নাই। ৯৯৯-এ ফোন দিয়েছি, কিন্তু কোন ব্যবস্থা নেয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধারকাজ শুরু করে। অনেক পরে পুলিশ আসে।’

পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি একটি পোশাক কারখানা থেকে মালামাল নিয়ে নিজস্ব ডিপোতে পার্কিং করার সময় গর্তে পড়ে পাশে খালের পাড়ে হেলে যায়। চালক গাড়ি থেকে নেমে দেখতে গেলে ওই সময় কাভার্ড ভ্যানটি উল্টে খালে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালক শাহাদাত ঘটনাস্থলেই মারা যান।

আশুলিয়া থানার এসআই শেখ ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিস কাভার্ড ভ্যানটিও উদ্ধার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত