Ajker Patrika

ট্রাকের হঠাৎ হর্ন, আঁতকে উঠে খালে ঝাঁপ দিয়ে প্রাণ গেল যুবকের

গাজীপুর প্রতিনিধি
ট্রাকের হঠাৎ হর্ন, আঁতকে উঠে খালে ঝাঁপ দিয়ে প্রাণ গেল যুবকের

হেঁটে খাল পার হচ্ছিলেন আরিফুর রহমান (২০)। কানের কাছে হঠাৎ বেজে ওঠে ট্রাকের হাইড্রোলিক হর্ন। আঁতকে উঠে লাফ দেন তিনি। তলিয়ে যান গভীর পানিতে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাঁর মরদেহ উদ্ধার করে।

আজ শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকার খালে নিখোঁজ হন আরিফুর রহমান দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আরিফুর রহমান শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আলেব উদ্দিনের ছেলে। বাবা-মায়ের সঙ্গে পাইনশাইল এলাকায় বসবাস করতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, আরিফুর রহমান সকালে পাইনশাইল এলাকায় কম পানি থাকা অংশ দিয়ে হেঁটে খাল পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাকও ওই খাল পার হচ্ছিল। হঠাৎ হর্ন দেন ট্রাক চালক। আঁতকে উঠে খালের বেশি পানি থাকা অংশে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে তলিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পাওয়ায় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে আরিফুরের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত