Ajker Patrika

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৩: ৫১
সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 

নিহতরা হলেন মেহেদী হাসান পারভেজ ও রাসেল শেখ। মেহেদী ‘ওয়াইপি আশুলিয়া’ নামের একটি ক্যাপ তৈরির কারখানায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহত রাসেল শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার রাইজকান্দী গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুরের বাগবাড়ী এলাকায় থেকে ধামরাইয়ের একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

হাইওয়ে পুলিশ জানায়, আজ রোববার সকালে একটি মাইক্রোবাস উল্টো পথে ফুলবাড়িয়া থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। সাভারের পাকিজার সামনে পৌঁছালে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে চাপা দেয়। এ সময় মাইক্রোবাসটি ডান পাশের রোড ডিভাইডার ও কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়লে মেহেদী হাসান পারভেজ নিহত হন। এ সময় আরও দুজন আহত হলে তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। 

সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অন্যদিকে আজ রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় রাসেল শেখ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।   

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থল ধামরাইয়ে যাওয়ার সময় জামগড়া এলাকায় কাভার্ড ভ্যান পেছন থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রাসেল শেখের মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত