Ajker Patrika

নগরভবনের সামনে ইশরাক সমর্থকদের ফের অবস্থান, যান চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২৫, ১২: ৫১
তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা
তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে তৃতীয় দিনের মতো চলছে সড়কে অবস্থান কর্মসূচি। এতে করে নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আজ শনিবার সকাল ১০টা থেকেই ইশরাকের সমর্থকেরা জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা নগর ভবন থেকে গোলাপশাহ মাজার এবং প্রেসক্লাব হয়ে মিছিল নিয়ে আবার নগর ভবনের সামনে ফিরে আসেন।

সেখানে উপস্থিত ৬১ নম্বর ওয়ার্ডের মো. রফিক বলেন, ‘আদালত রায় দিয়েছেন তিনি (ইশরাক) মেয়র। তাহলে কেন এত টালবাহানা করা হচ্ছে? আদালতকে বৃদ্ধাঙ্গুলি কেন দেখানো হচ্ছে?’

যাত্রাবাড়ী থেকে আসা শ্রমিক দলের একজন সদস্য আখতার হোসেন বলেন, ‘আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই। শিগগিরই ইশরাক ভাইকে মেয়র হিসেবে শপথ দেওয়া হোক, এটাই আমাদের একমাত্র দাবি।’

ইশরাকের সমর্থকেরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাঁকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল রাতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচিতে যান চলাচল ব্যাহত। ছবি: আজকের পত্রিকা
ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচিতে যান চলাচল ব্যাহত। ছবি: আজকের পত্রিকা

ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। এ-সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত