Ajker Patrika

টুঙ্গিপাড়ায় বাইসাইকেল পেল ৪২ জন গ্রাম পুলিশ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৫: ৩৬
টুঙ্গিপাড়ায় বাইসাইকেল পেল ৪২ জন গ্রাম পুলিশ

যেকোনো এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য গ্রাম পুলিশের ভূমিকা অপরিহার্য। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে বেশির ভাগ সময় প্রত্যন্ত এলাকায় হেঁটে হেঁটে কাজ করতে হয়। এতে সময় লাগে বেশি বিড়ম্বনাও বাড়ে। এ জন্য টুঙ্গিপাড়ার ৪২ জন গ্রাম পুলিশকে দেওয়া হয়েছে বাইসাইকেল।  

গতকাল মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজয় রেস্ট হাউসে উপজেলার পাঁচটি ইউনিয়নের গ্রাম পুলিশের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা  প্রশাসক মো. ইকবাল হোসেন এই বাইসাইকেল বিতরণ করেন।  একই সঙ্গে তাঁদের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়। এ ছাড়া অসচ্ছল ও কর্মহীন ১০ জন গায়ক, যন্ত্রী ও যাত্রাশিল্পীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়। 

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, বর্তমানে প্রত্যন্ত অঞ্চলে যৌন হয়রানি ও বাল্যবিবাহ ব্যাপকভাবে বেড়ে যাওয়াসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটতে দেখা যায়। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। বাইসাইকেলের মাধ্যমে গ্রাম পুলিশের কাজ আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা, কুশলী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত