Ajker Patrika

খাবারের দাম নির্ধারণ করায় জবির টিএসসিতে সব দোকান বন্ধ, জানেন না আন্দোলনকারীরা

জবি প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৫
খাবারের দাম নির্ধারণ করায় জবির টিএসসিতে সব দোকান বন্ধ, জানেন না আন্দোলনকারীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে অবস্থিত টিএসসিতে চায়ের দোকানগুলোর পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে সারা দিন দোকান বন্ধ রেখেছেন দোকানিরা। এদিকে কারা দাম নির্ধারণ করে দিয়েছেন, এ বিষয়ে জানেন না বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের সঙ্গে থাকা শিক্ষার্থীরা। 

আজ সোমবার সকাল থেকেই বন্ধ থাকতে দেখা যায় দোকানগুলো। তবে দোকান বন্ধ রাখলেও দোকানিরা দোকানেই অবস্থান করছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দোকানগুলোর পণ্যের দাম নির্ধারণ করে দেন। রং চা প্রতি কাপ ৫ টাকা, দুধ চা ৭, কলা প্রতিটি ৮, পাউরুটি ১০, কেক ১০, শিঙারা ৫, সমুচা ৮, সবজি রোল ১০, পাকোড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

দোকানিরা এদিন তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া না জানালেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত (আজ বিকেল ৪টা) চায়ের দোকানগুলো বন্ধ দেখা গেছে। 

দোকানিরা এই দামে পণ্য বিক্রি করতে রাজি নন। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে তাঁরা আগে যে দামে বিক্রি করতেন, সেই দামেই বিক্রি করতে চান। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, ‘১০ টাকায় দুধ চা ও ৮ টাকায় রং চা বিক্রি করতে চাচ্ছি। তা না হলে আমরা দোকান খুলব না। সবকিছুর দামই বাড়তি। কীভাবে এত কম দামে সব বিক্রি করব? এভাবে হলে তো আমাদের দোকান ছেড়ে দিতে হবে।’ 

গতকালের ঘটনায় যুক্ত থাকা ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আলো ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যারা টিএসসিতে দাম নির্ধারণ করে দিয়েছি, সবাই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরির শিক্ষার্থী। আমরা সবাই ভুক্তভোগী বিষয়টি নিয়ে। তাই সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল আমরা দাম নির্ধারণ করে দিয়েছি। আমরা অনেক দিন সমন্বয়কদের বলে আসছিলাম বিষয়টি নিয়ে, কিন্তু কেউ উদ্যোগ না নেওয়ায় আমরাই নিয়েছি।’ 

জবি সংস্কার আন্দোলনের সংগঠক ইসলামিক স্টাডিজ বিভাগের নূর নবী বলেন, ‘টিএসসিতে গতকাল যারা দাম নির্ধারণ করেছে, সেখানে আমাদের কেউই ছিল না। ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা না করেই তারা দাম ঠিক করেছে। এতে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। টিএসসির বিষয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা আগামীকাল (মঙ্গলবার) খাবারের দাম নির্ধারণের বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত