প্রতিনিধি, মিরপুর (ঢাকা)
ঈদ শেষে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও রাজধানীমুখী মানুষের ঢল রয়েছে ঢাকার প্রবেশপথ গাবতলীতে। একজন দুজন করে হেঁটে কিংবা মোটরসাইকেল বা বাইসাইকেলযোগে ঢাকায় ফিরছে কর্মজীবী এসব মানুষ।
সরেজমিনে রাজধানীর প্রবেশপথ মিরপুর, গাবতলী, আমিনবাজারে দেখা যায়, রাজধানীতে ফেরা মানুষের ঢল কমেনি আজও।
বেসরকারি ওষুধ কোম্পানিতে কর্মরত জসিম উদ্দিন বলেন, ‘সিরাজগঞ্জ থেকে আমিনবাজার পর্যন্ত এসেছি দুই হাজার টাকা খরচ করে। আর আমিনবাজার ব্রিজ থেকে ফার্মগেট পর্যন্ত রিকশা ভাড়া চাচ্ছে ৫০০ টাকা।’
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বন্ধ আছে গণপরিবহন। লকডাউনের দ্বিতীয় দিনে চাকরি বাঁচাতে ঢাকামুখী বিভিন্ন জেলার মানুষ। তিন গুণ ভাড়া বেশি দিয়ে ঢাকায় আসার পরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের। বাস বন্ধ থাকায় বেশির ভাগ মানুষই ফিরছেন ব্যক্তিগত গাড়িতে। তবে প্রবেশমুখে ছিল পুলিশের কড়াকড়ি। চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা জরুরি পরিষেবা ব্যতীত অন্য কোনো গাড়ি শহরে প্রবেশ করতে দিচ্ছেন না।
মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'যাঁরা ঈদের ছুটি শেষে বাসায় ফিরতে চাচ্ছেন, তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু ঢাকায় ঢোকার পর আবার কেউ বের হলে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। অযথা মানুষ কম বের হচ্ছে। কেউ বিনা প্রয়োজনে বের হলে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। দুপুর পর্যন্ত মিরপুর বিভাগের পুলিশ ১২০ জনেক গ্রেপ্তার করেছে।'
ঈদ শেষে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও রাজধানীমুখী মানুষের ঢল রয়েছে ঢাকার প্রবেশপথ গাবতলীতে। একজন দুজন করে হেঁটে কিংবা মোটরসাইকেল বা বাইসাইকেলযোগে ঢাকায় ফিরছে কর্মজীবী এসব মানুষ।
সরেজমিনে রাজধানীর প্রবেশপথ মিরপুর, গাবতলী, আমিনবাজারে দেখা যায়, রাজধানীতে ফেরা মানুষের ঢল কমেনি আজও।
বেসরকারি ওষুধ কোম্পানিতে কর্মরত জসিম উদ্দিন বলেন, ‘সিরাজগঞ্জ থেকে আমিনবাজার পর্যন্ত এসেছি দুই হাজার টাকা খরচ করে। আর আমিনবাজার ব্রিজ থেকে ফার্মগেট পর্যন্ত রিকশা ভাড়া চাচ্ছে ৫০০ টাকা।’
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বন্ধ আছে গণপরিবহন। লকডাউনের দ্বিতীয় দিনে চাকরি বাঁচাতে ঢাকামুখী বিভিন্ন জেলার মানুষ। তিন গুণ ভাড়া বেশি দিয়ে ঢাকায় আসার পরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের। বাস বন্ধ থাকায় বেশির ভাগ মানুষই ফিরছেন ব্যক্তিগত গাড়িতে। তবে প্রবেশমুখে ছিল পুলিশের কড়াকড়ি। চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা জরুরি পরিষেবা ব্যতীত অন্য কোনো গাড়ি শহরে প্রবেশ করতে দিচ্ছেন না।
মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'যাঁরা ঈদের ছুটি শেষে বাসায় ফিরতে চাচ্ছেন, তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু ঢাকায় ঢোকার পর আবার কেউ বের হলে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। অযথা মানুষ কম বের হচ্ছে। কেউ বিনা প্রয়োজনে বের হলে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। দুপুর পর্যন্ত মিরপুর বিভাগের পুলিশ ১২০ জনেক গ্রেপ্তার করেছে।'
মাদ্রাসা, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ১২ জন শিক্ষার্থী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত আড়াইটার দিকে হঠাৎ করেই জামিলা ও তানিয়া অসুস্থ হয়ে পড়ে। তারা দুজনই বমি করতে থাকে এবং পেট ব্যাথার কথা জানায়। দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যর
৩ মিনিট আগেবিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
২ ঘণ্টা আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
৩ ঘণ্টা আগে