উত্তরা (ঢাকা) ও ঢামেক প্রতিনিধি
রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও কয়েকটি যানবাহনের ওপর উঠিয়ে দিলে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ইয়াছিন (৯) নামের শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উজ্জ্বল পাণ্ডে ও আমরিনা বেগম। শিশুটির বাবা মো. সুমনসহ দুই জন চিকিৎসাধীন।
বুধবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রীছাউনি সংলগ্ন মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, একটি প্রাডো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ যাত্রীদের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় আহত কয়েকজনকে হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে দুজন মারা গেছেন।
ওসি আরও জানান, গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
নিহত উজ্জ্বল পাণ্ডের শ্যালক সবুজ কীর্তনীয়া জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কাজিপাড়া গ্রামে। উজ্জ্বল ভাটারা নতুনবাজার এলাকায় থাকতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে খিলক্ষেতে কেন গিয়েছিলেন সেটি তাঁর জানা নেই।
আহত সুমনের বাবা মো. মফিজ জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামে। সুমন মোহাম্মদপুর পাবনা হাউস গলিতে পরিবার নিয়ে থাকেন। তিনি নিজে খিলক্ষেত ১৩ নম্বর রোডে একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করেন। সুমন ও সুমনের ছেলে ইয়াছিন খিলক্ষেতে এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। সেখান থেকে মোহাম্মদপুরে যাচ্ছিলেন। পরে জানতে পারেন সড়ক দুর্ঘটনায় কথা। ঘটনাস্থলে এসে সুমনকে আহত অবস্থায় পান। কিন্তু ইয়াছিনকে দেখতে পাননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে উজ্জ্বলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় অজ্ঞাতনামা এক নারী ও সুমন নামে দুজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও কয়েকটি যানবাহনের ওপর উঠিয়ে দিলে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ইয়াছিন (৯) নামের শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উজ্জ্বল পাণ্ডে ও আমরিনা বেগম। শিশুটির বাবা মো. সুমনসহ দুই জন চিকিৎসাধীন।
বুধবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রীছাউনি সংলগ্ন মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, একটি প্রাডো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ যাত্রীদের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় আহত কয়েকজনকে হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে দুজন মারা গেছেন।
ওসি আরও জানান, গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
নিহত উজ্জ্বল পাণ্ডের শ্যালক সবুজ কীর্তনীয়া জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কাজিপাড়া গ্রামে। উজ্জ্বল ভাটারা নতুনবাজার এলাকায় থাকতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে খিলক্ষেতে কেন গিয়েছিলেন সেটি তাঁর জানা নেই।
আহত সুমনের বাবা মো. মফিজ জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামে। সুমন মোহাম্মদপুর পাবনা হাউস গলিতে পরিবার নিয়ে থাকেন। তিনি নিজে খিলক্ষেত ১৩ নম্বর রোডে একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করেন। সুমন ও সুমনের ছেলে ইয়াছিন খিলক্ষেতে এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। সেখান থেকে মোহাম্মদপুরে যাচ্ছিলেন। পরে জানতে পারেন সড়ক দুর্ঘটনায় কথা। ঘটনাস্থলে এসে সুমনকে আহত অবস্থায় পান। কিন্তু ইয়াছিনকে দেখতে পাননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে উজ্জ্বলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় অজ্ঞাতনামা এক নারী ও সুমন নামে দুজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে