নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে কোরবানির পশুহাটের অনুমতি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু তাঁর পাশেই অনুমতি ছাড়া আরেকটি গরুর হাট বসানো হচ্ছে। এ নিয়ে উত্তরায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের তুরাগের সাহেব আলী মাদ্রাসা থেকে উত্তরার স্লুইসগেট এলাকা পর্যন্ত কোরবানির পশুহাট বসানোর জন্য খুঁটি বসানো হচ্ছে। ঘুরতে ঘুরতে গিয়ে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের পাশে বাস পার্কিংয়ের জায়গায় গিয়ে দেখা যায়, হাটের মাঠের জন্য বাঁশের খুঁটি গাড়া হয়েছে। সেই সঙ্গে গেটও সাজানো হচ্ছে। আলোকসজ্জারও ব্যবস্থা করা হচ্ছে।
সেখানকার মাঠের কয়েকজনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তারা জানান, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান এবং ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ এই হাটটি বসাচ্ছেন। অনুমতির বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এটা ওনারা (কাউন্সিলররা) বলতে পারবেন। আবার তাঁদের কেউ কেউ বলছেন, এখানে গরুর ফার্ম করা হবে। তাই খুঁটি লাগানো হচ্ছে। এদিকে শতাধিক যুবক হাটের কার্যক্রম পাহারা দিচ্ছেন।
হাটের মাঠের পাশেই রয়েছে একটি বাস পার্কিং স্টপেজ। সেখানকার আকাশ পরিবহনের চালক মো. রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে নাইট কোচের বাস, ভিক্টর বাস ও আকাশ পরিবহনের বাস রাখতাম। আমাদের সরিয়ে দিয়ে এখানে গরুর হাট বসানো হচ্ছে। এখন আমাদের মালিক যেখানে গাড়ি রাখার জায়গা করে দেবে, আমরা সেখানে রাখব।’
অপরদিকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্তব্যরত ইঞ্জিনিয়ার জুয়েল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘বাসস্ট্যান্ড সরিয়ে গরুর হাট বসানো হচ্ছে। হাট বসানোর জন্য আজ থেকে কাজ শুরু হয়েছে।’
এদিকে আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কে অবৈধভাবে গরুর হাট বসানোর পাঁয়তারার বিরুদ্ধে শনিবার (৮ জুন) দুপুরের উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপার এলাকায় মানববন্ধন করেছেন তুরাগের দিয়াবাড়ির গরুর হাটের লোকজন। এ সময় তাঁর সঙ্গে আরও অর্ধশতাধিক এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ দর দিয়ে গরুর হাট নিয়েছি। কিন্তু আমাদের পাশের আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের দুই পাশে আরেকটি পশুর হাট বসানোর পাঁয়তারা চালাচ্ছে একটি চক্র। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বেঁধে যেতে পারে দুই হাটের লোকজনের মাঝে।’
দিয়াবাড়ি হাটের ইজারাদার কফিল উদ্দিন মেম্বার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও আওয়ামী লীগের দেড় শতাধিক নেতা-কর্মী মিলে গরুর হাটটি ইজারায় নিয়েছি। কিন্তু ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান ও ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ এবং তাঁদের লোকজন মিলে অনুমতি না নিয়েই আরেকটি হাট বসার পাঁয়তারা করছেন।’
তিনি বলেন, ‘হাট বন্ধের জন্য আমরা ডিএনসিসির মেয়র বরাবর লিখিতভাবে গত ২ জন জানিয়েছি। সেই সঙ্গে থানা-পুলিশ ও উত্তরার উপ-পুলিশ কমিশনারকেও মৌখিকভাবে জানিয়েছি। কেউ হাট হাট বন্ধের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’
কফিল উদ্দিন বলেন, ‘উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকার মধ্যে শুধু দিয়াবাড়িতেই সব সময় গরুর হাট বসে আসছে। সেটি আমরা নিয়েছি। এখন যদি পাশাপাশি আরেকটি হাট বসানো হয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’
হাটের বিষয়ে জানতে ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আপনি ফিল্ডে গিয়ে দেখে সিটি করপোরেশনে যোগাযোগ করেন।’ অপরদিকে দুই দিন ডিএনসিসির ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মুঠোফোন ও খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
হাটের বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মীর খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা উত্তরার দিয়াবাড়িতে একটি হাটের অনুমতি দিয়েছি। আর কোনো হাটের অনুমতি দেওয়া হয়নি। উত্তরার কামাড়পাড়া এলাকায় হাট বসানোর প্রশ্নই আসে না। যদি কেউ চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, ‘আমরা যদি কোথাও হাট বসাই তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রপার রুলস অনুযায়ী বসাব। আর সেটি নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন।’
এদিকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী চার কিলোমিটারের বাইরে হলে আরেকটি গুরুর হাট বসানো যায়। দিয়াবাড়ি থেকে কামারপাড়ার গরুর হাটের দূরত্ব ৪ কিলোমিটারের বেশি, প্রায় ৬ কিলোমিটার। ওই হাটের লোকজনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, জানতে পেরেছি তাঁরা গরুর হাটের অনুমতি পেয়েছে বা পাবে।’
সংঘর্ষের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে ডিসি শাহজাহান বলেন, ‘সরকারি নিয়ম নেমে যদি তাঁরা গরুর হাট করতে পারে, তাহলে করবে। তবে এমন কোনো আশঙ্কা আমরা করছি না।’
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে কোরবানির পশুহাটের অনুমতি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু তাঁর পাশেই অনুমতি ছাড়া আরেকটি গরুর হাট বসানো হচ্ছে। এ নিয়ে উত্তরায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের তুরাগের সাহেব আলী মাদ্রাসা থেকে উত্তরার স্লুইসগেট এলাকা পর্যন্ত কোরবানির পশুহাট বসানোর জন্য খুঁটি বসানো হচ্ছে। ঘুরতে ঘুরতে গিয়ে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের পাশে বাস পার্কিংয়ের জায়গায় গিয়ে দেখা যায়, হাটের মাঠের জন্য বাঁশের খুঁটি গাড়া হয়েছে। সেই সঙ্গে গেটও সাজানো হচ্ছে। আলোকসজ্জারও ব্যবস্থা করা হচ্ছে।
সেখানকার মাঠের কয়েকজনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তারা জানান, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান এবং ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ এই হাটটি বসাচ্ছেন। অনুমতির বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এটা ওনারা (কাউন্সিলররা) বলতে পারবেন। আবার তাঁদের কেউ কেউ বলছেন, এখানে গরুর ফার্ম করা হবে। তাই খুঁটি লাগানো হচ্ছে। এদিকে শতাধিক যুবক হাটের কার্যক্রম পাহারা দিচ্ছেন।
হাটের মাঠের পাশেই রয়েছে একটি বাস পার্কিং স্টপেজ। সেখানকার আকাশ পরিবহনের চালক মো. রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে নাইট কোচের বাস, ভিক্টর বাস ও আকাশ পরিবহনের বাস রাখতাম। আমাদের সরিয়ে দিয়ে এখানে গরুর হাট বসানো হচ্ছে। এখন আমাদের মালিক যেখানে গাড়ি রাখার জায়গা করে দেবে, আমরা সেখানে রাখব।’
অপরদিকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্তব্যরত ইঞ্জিনিয়ার জুয়েল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘বাসস্ট্যান্ড সরিয়ে গরুর হাট বসানো হচ্ছে। হাট বসানোর জন্য আজ থেকে কাজ শুরু হয়েছে।’
এদিকে আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কে অবৈধভাবে গরুর হাট বসানোর পাঁয়তারার বিরুদ্ধে শনিবার (৮ জুন) দুপুরের উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপার এলাকায় মানববন্ধন করেছেন তুরাগের দিয়াবাড়ির গরুর হাটের লোকজন। এ সময় তাঁর সঙ্গে আরও অর্ধশতাধিক এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ দর দিয়ে গরুর হাট নিয়েছি। কিন্তু আমাদের পাশের আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের দুই পাশে আরেকটি পশুর হাট বসানোর পাঁয়তারা চালাচ্ছে একটি চক্র। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বেঁধে যেতে পারে দুই হাটের লোকজনের মাঝে।’
দিয়াবাড়ি হাটের ইজারাদার কফিল উদ্দিন মেম্বার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও আওয়ামী লীগের দেড় শতাধিক নেতা-কর্মী মিলে গরুর হাটটি ইজারায় নিয়েছি। কিন্তু ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান ও ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ এবং তাঁদের লোকজন মিলে অনুমতি না নিয়েই আরেকটি হাট বসার পাঁয়তারা করছেন।’
তিনি বলেন, ‘হাট বন্ধের জন্য আমরা ডিএনসিসির মেয়র বরাবর লিখিতভাবে গত ২ জন জানিয়েছি। সেই সঙ্গে থানা-পুলিশ ও উত্তরার উপ-পুলিশ কমিশনারকেও মৌখিকভাবে জানিয়েছি। কেউ হাট হাট বন্ধের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’
কফিল উদ্দিন বলেন, ‘উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকার মধ্যে শুধু দিয়াবাড়িতেই সব সময় গরুর হাট বসে আসছে। সেটি আমরা নিয়েছি। এখন যদি পাশাপাশি আরেকটি হাট বসানো হয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’
হাটের বিষয়ে জানতে ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আপনি ফিল্ডে গিয়ে দেখে সিটি করপোরেশনে যোগাযোগ করেন।’ অপরদিকে দুই দিন ডিএনসিসির ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মুঠোফোন ও খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
হাটের বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মীর খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা উত্তরার দিয়াবাড়িতে একটি হাটের অনুমতি দিয়েছি। আর কোনো হাটের অনুমতি দেওয়া হয়নি। উত্তরার কামাড়পাড়া এলাকায় হাট বসানোর প্রশ্নই আসে না। যদি কেউ চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, ‘আমরা যদি কোথাও হাট বসাই তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রপার রুলস অনুযায়ী বসাব। আর সেটি নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন।’
এদিকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী চার কিলোমিটারের বাইরে হলে আরেকটি গুরুর হাট বসানো যায়। দিয়াবাড়ি থেকে কামারপাড়ার গরুর হাটের দূরত্ব ৪ কিলোমিটারের বেশি, প্রায় ৬ কিলোমিটার। ওই হাটের লোকজনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, জানতে পেরেছি তাঁরা গরুর হাটের অনুমতি পেয়েছে বা পাবে।’
সংঘর্ষের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে ডিসি শাহজাহান বলেন, ‘সরকারি নিয়ম নেমে যদি তাঁরা গরুর হাট করতে পারে, তাহলে করবে। তবে এমন কোনো আশঙ্কা আমরা করছি না।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে