Ajker Patrika

সংহতি জানাতে গিয়ে আন্দোলনকারীদের ধাওয়া খেলেন রাফসান দ্য ছোটভাই

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৮: ৪৭
সংহতি জানাতে গিয়ে আন্দোলনকারীদের ধাওয়া খেলেন রাফসান দ্য ছোটভাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে স্থান ত্যাগ করেছেন রাফসান দ্যা ছোটভাই। আজ শনিবার (৩ আগস্ট) বিকেলে টিএসসিতে এ ঘটনা ঘটে। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাফসান টিএসসিতে পৌঁছালে শিক্ষার্থীরা তাঁকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দিতে থাকে। এ সময় উপায়ন্তর না দেখে তিনি গাড়িতে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় শিক্ষার্থীরা তাঁর গাড়িতে লাঠি ও বাঁশ দিয়ে আঘাত করেন। 

শিক্ষার্থীরা ভুয়া ভুয়া দুয়োধ্বনি দেওয়ার আগে রাফসান শিক্ষার্থীদের বলেন, ‘আপনাদের প্রোগ্রামে সংহতি জানাতে এসেছি।’ তবে শিক্ষার্থীরা তাঁর কথায় কর্ণপাত করেনি।

এর আগে, মা-বাবাকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে আলোচনায় আসেন আধেয় (কন্টেন্ট) নির্মাতা ইফতেখার রাফসান। এরপর তাঁর ‘ব্লু ড্রিংকস’ এর অননুমোদিত একটি কারখানায় গত ২৪ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয় আদালত থেকে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত