নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই কারখানার শ্রমিকেরা। এর জেরে আশপাশের ২০-২২টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা।
এর আগে আজ শনিবার সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকেরা। তবে বিভিন্ন কারণে শনিবারও শিল্পাঞ্চলের ১ হাজার ৮৬৩টি শিল্প কারখানার মধ্যে কাজ বন্ধ বন্ধ ছিল ১৬টি কারখানায়।
এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ১০টি ও ৬ টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বন্ধ ও ছুটি থাকা কারখানার মধ্যে বেশির ভাগই তৈরি পোশাক কারখানা। এ ছাড়া অন্যান্য কারখানাও রয়েছে।
শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ কারখানার মধ্যে রয়েছে—লুসাকা গ্রুপের বেক নীটওয়্যার লিমিটেড, বেক সোয়েটার লিমিটেড, মন্ডল নীটওয়্যার লিমিটেড, এনভয় গ্রুপের এনভয় ফ্যাশন লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড, আঞ্জুমান ডিজাইন লিমিটেড, দ্য রোজ ড্রেসেস লিমিটেড।
এছাড়া স্ব-বেতনে কারখানা ছুটি আছে, কাজ বন্ধ আছে কিংবা শ্রমিকেরা চলে গেছে এমন কারখানার মধ্যে রয়েছে—ম্যাংগোটেক্স লিমিটেড, গ্লোরিয়াস সান ফ্যাশন, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড, জেনারেশন নেক্সট, স্কাইলাইন গার্মেন্টস লিমিটেড, স্কাইলাইন অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস, নিউএইজ গার্মেন্টস, সিডকো লিমিটেডসহ মোট ৩৭টি পোশাক কারখানা।
খোঁজ নিয়ে জানা যায়, সকালের দিকে বন্ধ কারখানা খুলে দেওয়া ও কারখানায় শ্রমিক মারধরের অভিযোগে বিক্ষোভ করে মন্ডল নীটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা। এ সময় তারা আশুলিয়ার বাইপাইল থেকে আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় অবরোধ করেন।
একপর্যায়ে মন্ডল নীটওয়্যার লিমিটেডের ভবন মালিক রাজিব ও তাঁর লোকজন কারখানার দুজন শ্রমিককে মারধরের পর লুকিয়ে রেখেছেন এমন দাবি তুলে রাজিবের বাসায় হামলা চালানো হয়। পাশাপাশি কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে স্থানীয়দের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এর জেরে ওই এলাকায় বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়।
এদিকে একই এলাকায় সকালের দিকে নিম্নতম মজুরি ২২ হাজার ও অপারেটরের বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লুসাকা গ্রুপের কারখানার শ্রমিকরা। বেলা দেড়টার দিকে সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
মন্ডল নীটওয়্যার লিমিটেডের এক শ্রমিক বলেন, ‘মালিকপক্ষ গত বৃহস্পতিবার আমাদের সব দাবি মানা হবে বলে জানায়। কিন্তু আজকে দেখি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কেন বন্ধ হলো সেই জবাব চাই। এজন্য আমরা সড়ক অবরোধ করেছি।’
শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারায় মোট ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ছয়টিতে সাধারণ ছুটি রয়েছে।
তিনি আরও বলেন, মন্ডল গার্মেন্টস ও লুসাকা গার্মেন্টসে আন্দোলনের কারণে আধা বেলা কাজ করার পর আরও ১৫-১৬টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে লুসাকা গার্মেন্টসের শ্রমিকরা হেলপারের ২২ হাজার টাকা মজুরি ও অপারেটরের ২৫ হাজার টাকা বেতন দাবি করেছে। মন্ডলের শ্রমিকেরা তাঁদের শ্রমিকদের লুকিয়ে রেখেছে দাবি করেছে, আসলে তেমনটি নয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারাতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন; এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই কারখানার শ্রমিকেরা। এর জেরে আশপাশের ২০-২২টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা।
এর আগে আজ শনিবার সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকেরা। তবে বিভিন্ন কারণে শনিবারও শিল্পাঞ্চলের ১ হাজার ৮৬৩টি শিল্প কারখানার মধ্যে কাজ বন্ধ বন্ধ ছিল ১৬টি কারখানায়।
এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ১০টি ও ৬ টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বন্ধ ও ছুটি থাকা কারখানার মধ্যে বেশির ভাগই তৈরি পোশাক কারখানা। এ ছাড়া অন্যান্য কারখানাও রয়েছে।
শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ কারখানার মধ্যে রয়েছে—লুসাকা গ্রুপের বেক নীটওয়্যার লিমিটেড, বেক সোয়েটার লিমিটেড, মন্ডল নীটওয়্যার লিমিটেড, এনভয় গ্রুপের এনভয় ফ্যাশন লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড, আঞ্জুমান ডিজাইন লিমিটেড, দ্য রোজ ড্রেসেস লিমিটেড।
এছাড়া স্ব-বেতনে কারখানা ছুটি আছে, কাজ বন্ধ আছে কিংবা শ্রমিকেরা চলে গেছে এমন কারখানার মধ্যে রয়েছে—ম্যাংগোটেক্স লিমিটেড, গ্লোরিয়াস সান ফ্যাশন, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড, জেনারেশন নেক্সট, স্কাইলাইন গার্মেন্টস লিমিটেড, স্কাইলাইন অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস, নিউএইজ গার্মেন্টস, সিডকো লিমিটেডসহ মোট ৩৭টি পোশাক কারখানা।
খোঁজ নিয়ে জানা যায়, সকালের দিকে বন্ধ কারখানা খুলে দেওয়া ও কারখানায় শ্রমিক মারধরের অভিযোগে বিক্ষোভ করে মন্ডল নীটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা। এ সময় তারা আশুলিয়ার বাইপাইল থেকে আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় অবরোধ করেন।
একপর্যায়ে মন্ডল নীটওয়্যার লিমিটেডের ভবন মালিক রাজিব ও তাঁর লোকজন কারখানার দুজন শ্রমিককে মারধরের পর লুকিয়ে রেখেছেন এমন দাবি তুলে রাজিবের বাসায় হামলা চালানো হয়। পাশাপাশি কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে স্থানীয়দের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এর জেরে ওই এলাকায় বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়।
এদিকে একই এলাকায় সকালের দিকে নিম্নতম মজুরি ২২ হাজার ও অপারেটরের বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লুসাকা গ্রুপের কারখানার শ্রমিকরা। বেলা দেড়টার দিকে সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
মন্ডল নীটওয়্যার লিমিটেডের এক শ্রমিক বলেন, ‘মালিকপক্ষ গত বৃহস্পতিবার আমাদের সব দাবি মানা হবে বলে জানায়। কিন্তু আজকে দেখি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কেন বন্ধ হলো সেই জবাব চাই। এজন্য আমরা সড়ক অবরোধ করেছি।’
শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারায় মোট ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ছয়টিতে সাধারণ ছুটি রয়েছে।
তিনি আরও বলেন, মন্ডল গার্মেন্টস ও লুসাকা গার্মেন্টসে আন্দোলনের কারণে আধা বেলা কাজ করার পর আরও ১৫-১৬টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে লুসাকা গার্মেন্টসের শ্রমিকরা হেলপারের ২২ হাজার টাকা মজুরি ও অপারেটরের ২৫ হাজার টাকা বেতন দাবি করেছে। মন্ডলের শ্রমিকেরা তাঁদের শ্রমিকদের লুকিয়ে রেখেছে দাবি করেছে, আসলে তেমনটি নয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারাতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন; এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
১ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
১ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
১ ঘণ্টা আগে