ঢামেক প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও কাজীপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহত ইমরান (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মৃত্যু হয় তাঁর। এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে তেজগাঁও কাজীপাড়া গার্ডেন রোডের ১৭ নম্বর গলিতে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
নিহত ইমরানের ভাই মো. মিজান মিয়া জানান, তাঁদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাদিরাবাদ গ্রামে। বাবার নাম মো. আলী হোসেন। বর্তমানে কাজীপাড়া গার্ডেন রোডে থাকতেন।
তিনি আরও জানান, গত শনিবার রাত ৩টার দিকে কাজীপাড়া গার্ডেন রোডের বাসা থেকে বাদশাসহ কয়েকজন ইমরানকে ডেকে নিয়ে যায়। সেখানে ১৭ নম্বর গলিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিজান বলেন, ‘জানতে পেরেছিলাম ইমরান বাদশার কাছে ৫০০ টাকা পেত। টাকাপয়সা নিয়ে দ্বন্দ্বে ইমারনকে ছুরিকাঘাত করে। ইমরান আগে পড়াশোনা করত। তবে বর্তমানে কিছুই করত না। তাঁর বাবা গার্ডেন রোডে মেস দেখাশোনা করে। সেখানে বাবার সঙ্গে থাকত ইমরান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে তেজগাঁও থেকে ওই যুবককে আহত অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায়। ওই যুবকের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। টাকা লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানতে ও আসামি ধরতে কাজ করছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
রাজধানীর তেজগাঁও কাজীপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহত ইমরান (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মৃত্যু হয় তাঁর। এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে তেজগাঁও কাজীপাড়া গার্ডেন রোডের ১৭ নম্বর গলিতে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
নিহত ইমরানের ভাই মো. মিজান মিয়া জানান, তাঁদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাদিরাবাদ গ্রামে। বাবার নাম মো. আলী হোসেন। বর্তমানে কাজীপাড়া গার্ডেন রোডে থাকতেন।
তিনি আরও জানান, গত শনিবার রাত ৩টার দিকে কাজীপাড়া গার্ডেন রোডের বাসা থেকে বাদশাসহ কয়েকজন ইমরানকে ডেকে নিয়ে যায়। সেখানে ১৭ নম্বর গলিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিজান বলেন, ‘জানতে পেরেছিলাম ইমরান বাদশার কাছে ৫০০ টাকা পেত। টাকাপয়সা নিয়ে দ্বন্দ্বে ইমারনকে ছুরিকাঘাত করে। ইমরান আগে পড়াশোনা করত। তবে বর্তমানে কিছুই করত না। তাঁর বাবা গার্ডেন রোডে মেস দেখাশোনা করে। সেখানে বাবার সঙ্গে থাকত ইমরান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে তেজগাঁও থেকে ওই যুবককে আহত অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায়। ওই যুবকের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। টাকা লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানতে ও আসামি ধরতে কাজ করছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৩ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১০ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৪ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৭ মিনিট আগে