নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ডেমরা থানায় করা ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বিকেলে তাঁকে আদালতে হাজির করে ডেমরা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে নোবেলের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গতকাল ডেমরা থানায় মামলাটি করেন। মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। গত নভেম্বরে নোবেল ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। সাত মাস ধরে ওই মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও মেয়ের পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। গতকাল পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়।
ভারতের পশ্চিমবঙ্গে গানের রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিতি পান নোবেল। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়ে দিয়েছিলেন তিনি। দীর্ঘবিরতির পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন। সেবার নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনো দর্শকদের হতাশ করবেন না। সব অতীত পেছনে ফেলে নিয়মিত গান উপহার দেবেন।
বছর দুই আগে ২০২৩ সালে অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ায় প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা হয়। জানা যায়, ওই বছরের ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে আটক হয়েছিলেন। সে সময় এক দিন রিমান্ডেও ছিলেন এই গায়ক।
রাজধানীর ডেমরা থানায় করা ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বিকেলে তাঁকে আদালতে হাজির করে ডেমরা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে নোবেলের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গতকাল ডেমরা থানায় মামলাটি করেন। মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। গত নভেম্বরে নোবেল ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। সাত মাস ধরে ওই মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও মেয়ের পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। গতকাল পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়।
ভারতের পশ্চিমবঙ্গে গানের রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিতি পান নোবেল। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়ে দিয়েছিলেন তিনি। দীর্ঘবিরতির পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন। সেবার নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনো দর্শকদের হতাশ করবেন না। সব অতীত পেছনে ফেলে নিয়মিত গান উপহার দেবেন।
বছর দুই আগে ২০২৩ সালে অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ায় প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা হয়। জানা যায়, ওই বছরের ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে আটক হয়েছিলেন। সে সময় এক দিন রিমান্ডেও ছিলেন এই গায়ক।
রাজধানীর মধ্যবাড্ডা ও গাবতলীতে অবস্থিত গুলশান লিটারেসি প্রোগ্রাম স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে চক্ষুসেবা প্রদান ও চশমা বিতরণ করেছে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)। এমএসএস আই কেয়ার প্রোগ্রামের উদ্যোগে মোট ২৭ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে চশমা দেওয়া হয়।
২৮ মিনিট আগেরাজধানী ঢাকাসহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আট দিনে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র, মাদক ও চোরাই মালামাল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৩০ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় শহীদুল ইসলাম শহীদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় ২৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করলেন আদালত।
৩৯ মিনিট আগেনওগাঁর মান্দা উপজেলায় পাখি বেগম (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৪২ মিনিট আগে