Ajker Patrika

মধুখালীতে ইউএনওর ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৩, ১৭: ২৯
মধুখালীতে ইউএনওর ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ফরিদপুরের মধুখালীতে ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী ও পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২-এর কার্যক্রমে বাধা প্রদান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ইন্ধনসহ ঘটনায় জড়িত থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে। আজ (৯ মে, মঙ্গলবার) স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। 

এর আগে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত চেয়ারম্যানকে দুই দিন ও অপর তিনজনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করায় বর্তমানে তাঁরা থানা হেফাজতে আছেন। 

একই ঘটনায় গতকাল দিবাগত রাতে ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকির আহমেদ টোকনকে আটক করেছে মধুখালী থানা-পুলিশ। আজ (বেলা ৩টা) এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক টোকন থানায় পুলিশ হেফাজতে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত