নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে সংঘর্ষের ঘটনায় দর্শকদের ছোড়া ইটের আঘাতে আহত হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বাসায় ফেরার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন ফারুক।
মহিউদ্দিন ফারুক জানান, ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরেছেন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ। তিনি এখন বাসায় বিশ্রাম করছেন। ডাক্তার জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।
সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, জানতে চাইলে মহিউদ্দিন ফারুক বলেন, থানার নিয়মিত কার্যক্রম হিসেবে সাধারণ ডায়েরি হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। হবে কি না, এখনই বলতে পারছি না। কোনো সিদ্ধান্ত হয়নি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত হাতিরঝিলের এমফি থিয়েটারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গতকাল অনুষ্ঠান দেখার জন্য ধারণক্ষমতার তিন গুণ দর্শক চলে আসায় ভেতরে প্রবেশ নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনা সামাল দিতে গিয়ে মূলত সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিরঝিল থানার ওসিসহ আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষও আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’
এ ঘটনায় কেউ আটক আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। গতকালের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আজ অনুষ্ঠানের শেষ দিন, কিন্তু হবে কি না বলতে পারছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিলের এমফি থিয়েটারে প্রবেশ করতে না পেরে সংঘর্ষে জড়ায় আগত দর্শনার্থীরা। পরে পুলিশ তাদের নিবৃত করতে গেলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আর এতেই আহত হন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।
রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে সংঘর্ষের ঘটনায় দর্শকদের ছোড়া ইটের আঘাতে আহত হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বাসায় ফেরার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন ফারুক।
মহিউদ্দিন ফারুক জানান, ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরেছেন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ। তিনি এখন বাসায় বিশ্রাম করছেন। ডাক্তার জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।
সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, জানতে চাইলে মহিউদ্দিন ফারুক বলেন, থানার নিয়মিত কার্যক্রম হিসেবে সাধারণ ডায়েরি হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। হবে কি না, এখনই বলতে পারছি না। কোনো সিদ্ধান্ত হয়নি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত হাতিরঝিলের এমফি থিয়েটারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গতকাল অনুষ্ঠান দেখার জন্য ধারণক্ষমতার তিন গুণ দর্শক চলে আসায় ভেতরে প্রবেশ নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনা সামাল দিতে গিয়ে মূলত সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিরঝিল থানার ওসিসহ আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষও আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’
এ ঘটনায় কেউ আটক আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। গতকালের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আজ অনুষ্ঠানের শেষ দিন, কিন্তু হবে কি না বলতে পারছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিলের এমফি থিয়েটারে প্রবেশ করতে না পেরে সংঘর্ষে জড়ায় আগত দর্শনার্থীরা। পরে পুলিশ তাদের নিবৃত করতে গেলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আর এতেই আহত হন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৬ ঘণ্টা আগে