Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় লিপি আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাবিবা (৩) নামে এক শিশু আহত হয়েছে। 

আজ শনিবার রাত ৮টার দিকে বিবিরবাগিচা চার নম্বর গেটে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। 

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা মো. বিল্লাল বলেন, রাতে বিবিরবাগিচা চার নম্বর গেটে মেয়ে শিশুকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হন তারা। দেখতে পেয়ে তাদের দুজনকে ওই প্রাইভেটকারে করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। 

ওই নারীর ফুফাতো বোন রেখা আক্তার বলেন, তারা যাত্রাবাড়ী কাজলারপাড় এলাকার স্থানীয়। তবে বর্তমানে একটি টিনসেড বাসায় ভাড়া থাকেন। বাবার নাম মৃত ছামেদ মিয়া। দুই ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি। তবে মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

তিনি আরও বলেন, লিপির স্বামী বাস চালক জলিল মিয়া তিন থেকে চার বছর আগে অন্যত্র চলে যায়। কাজলারপাড়ের বাসায় লিপির মা রাহিমা বেগমের সঙ্গে থাকতো লিপি। কোনো কাজ করত না। তার মা বাসা বাড়িতে কাজ করে সংসার চালায়। রাতে মেয়েকে কোলে নিয়ে আমাদের বাসায় আসতে ছিল। পথে দুর্ঘটনার শিকার হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত শিশুটিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা গুরুতর নয়। প্রাইভেটকার চালক হাফিজুল ইসলাম সবুজকে ক্যাম্পে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত