Ajker Patrika

রাজধানীর ডেমরা-আমুলিয়া থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা-আমুলিয়া এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক (২৬) বছর। গতকাল রোববার দুপুরে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে আজ দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় ডেমরা থানা-পুলিশ। ওই যুবকের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও জলপাই রঙের ট্রাউজার।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর কুমার দেবনাথ বলেন, ‘খবর পেয়ে গতকাল রোববার দুপুরে ডেমরা-আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্টের পাশে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মৃতদেহের দুই হাত পেছন দিকে বাঁধা ছিল। এ ছাড়া গলায় কাপড়ের বেল্ট বাধা ছিল। শরীরের বিভিন্ন জায়গায়ও জখম রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা খুনি বা খুনিরা ওই যুবকের হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। পরে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত