Ajker Patrika

বুয়েট শিক্ষার্থী আবরারের স্মরণে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৫: ২৭
বুয়েট শিক্ষার্থী আবরারের স্মরণে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছেন তাঁর বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় বুয়েট অডিটোরিয়ামের সামনে আবরার ফাহাদের স্মরণে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশটির আয়োজন করেন তাঁরা। 

সাংস্কৃতিক সমাবেশের শুরুতে ২০১৯ সালের ৬ অক্টোবর রাত থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ও অনুষ্ঠানের সঞ্চালক রাফিয়া রিজওয়ানা। 

রাফিয়া রিজওয়ানা বলেন, `অন্যায়ের প্রতিবাদী আবরার ফাহাদের একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে তাঁঁকে রুমে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে সারা রাত ধরে অকথ্য নির্যাতন করেন ছাত্রলীগের বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থীরা। বিভিন্ন কারণে তাঁর মামলা দীর্ঘসূত্রতা পেয়েছে। মামলা পুনরায় শুরু হলেও এখনো তিন আসামি পলাতক আছে। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই। দুটি বছর অতিক্রান্ত হয়ে গেছে, বিচারের অপেক্ষায় আবরার ফাহাদের মা এখনো চেয়ে আছেন। আমরাও আছি তাঁর হত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে বুয়েটকে দেখব বলে।'

সাংস্কৃতিক সমাবেশের অংশ হিসেবে প্রতিবাদী কবিতা, গান, নাটক ও বারোয়ারি বিতর্ক পরিবেশন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কালো ব্যজ পরিধান করে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া ‘আলোর পথযাত্রী’ নামক একটি নাটক পরিবেশনের মধ্য দিয়ে সেদিন রাতের ভয়াবহ ঘটনা ও বর্তমান অবস্থা তুলে ধরেন বুয়েটের শিক্ষার্থীরা। 

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে দুপুর ১টার সময় বুয়েটের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। 

এ ছাড়া আবরার স্মরণে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আজ বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে খাবার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যা ৭টায় অনলাইন আলোচনাসভার আয়োজন করেছে। 

আলোচনাসভায় বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিরা অংশগ্রহণ করবেন বলে জানান শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই বাংলা হলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মতামত জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের হাতে শেরেবাংলা হলের টর্চার সেল নামে পরিচিত ২০১১ নম্বর রুমে সারা রাত নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যান মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত