Ajker Patrika

শিবচরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগ, সংগঠন থেকে বহিষ্কার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১২: ৪৮
শিবচরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগ, সংগঠন থেকে বহিষ্কার

মাদারীপুর জেলার শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মোল্লার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কলেজ শাখার সভাপতি পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজিব ঢালী ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদালতে দাখিলকৃত অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত  ১ এপ্রিল ২০২৪ মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি দল শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের শরীফকান্দি এলাকা থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকালে চোর চক্রের সদস্য সাইমুন হাওলাদার নামে একজনকে আটক করা হয়। সাইমুন হাওলাদার তখন জানান, মোটরসাইকেলটি সাদ্দাম মোল্লা ও মাসুম মুন্সী তাঁর কাছে রেখেছেন বিক্রির জন্য।

পরে সাইমুনের বিবরণ ও তথ্য-প্রমাণ অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত করেন মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এস এ এম ফরহাদ রাহী মীর। তিনি ঘটনা তদন্ত করে গত ২৯ জুন ২০২৪ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আসামি সাদ্দাম মোল্লা (২৬) অভ্যাসগতভাবে অজ্ঞাতনামা তিন-চারজন চোরের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে চুরি হওয়া মোটরসাইকেল স্বল্পমূল্যে কিনে অধিক মূল্যে বিক্রি করতেন।’

এদিকে সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় জরুরি বৈঠক ডেকে মঙ্গলবার রাতে ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) কলেজ ছাত্রলীগের সভাপতির পদ থেকে সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করা হয়।

সাদ্দাম মোল্লা উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অছিম ব্যাপারীর কান্দি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে। 

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর বলেন, ‘সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এবং  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. জিহাদ খানকে  ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত