Ajker Patrika

বালিয়াকান্দিতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
বালিয়াকান্দিতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে এনামুল শেখের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলার আসামি রুহুল শেখ জীবন (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। জীবন ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্ধারদিয়া গ্রামের বাসিন্দা। 

গত ২৮ ফেব্রুয়ারি রাতে বালিয়াকান্দি থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এসআই টিটুল সঙ্গীয় ফোর্স আসামিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। আসামিকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জীবন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং লুণ্ঠিত ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য গত ১০ তারিখ বৃহস্পতিবার গভীর রাত ২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে সশস্ত্র ডাকাতেরা গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরে থাকা লোকদের হাত-পা ও মুখ বেঁধে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ লুণ্ঠন করে নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত