উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় ত্রিমুখী বাসের সংঘর্ষে হেলপার আব্দুল মতিন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শতাব্দী পরিবহনের বাসচালক মো. জিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
নোমান আহমদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর শাহ আলীর বিসিআইসি কলেজের সামনের শতাব্দী বাস কাউন্টার থেকে গতকাল রোববার রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার হওয়া জিয়া কিশোরগঞ্জের মো. কবিরের ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, ‘গত শুক্রবার আবদুল্লাহপুরের হানিফ বাস কাউন্টারের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসের চালক জিয়া বেপরোয়া গতিতে ইউটার্ন করেন। এ সময় পেছন দিকে দাঁড়িয়ে থাকা সেবা গ্রীণ পরিবহনকে ধাক্কা দেয়। গ্রীণ লাইন বাসটি হানিফ পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে বাসের হেলপার আব্দুল মতিন বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরের দিন উত্তরা পশ্চিম থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। ওই মামলায় জিয়াকে গ্রেপ্তার করা হয়।’
এএসপি নোমান আহমদ বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাসের হেলপার আব্দুল মতিনের মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন।
রাজধানীর উত্তরায় ত্রিমুখী বাসের সংঘর্ষে হেলপার আব্দুল মতিন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শতাব্দী পরিবহনের বাসচালক মো. জিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
নোমান আহমদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর শাহ আলীর বিসিআইসি কলেজের সামনের শতাব্দী বাস কাউন্টার থেকে গতকাল রোববার রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার হওয়া জিয়া কিশোরগঞ্জের মো. কবিরের ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, ‘গত শুক্রবার আবদুল্লাহপুরের হানিফ বাস কাউন্টারের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসের চালক জিয়া বেপরোয়া গতিতে ইউটার্ন করেন। এ সময় পেছন দিকে দাঁড়িয়ে থাকা সেবা গ্রীণ পরিবহনকে ধাক্কা দেয়। গ্রীণ লাইন বাসটি হানিফ পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে বাসের হেলপার আব্দুল মতিন বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরের দিন উত্তরা পশ্চিম থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। ওই মামলায় জিয়াকে গ্রেপ্তার করা হয়।’
এএসপি নোমান আহমদ বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাসের হেলপার আব্দুল মতিনের মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন।
দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছেই। মহাসড়কে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ধীরগতির যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত সার্ভিস লেন না থাকায় মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যেসব মহাসড়কে সার্ভিস লেন আছে, সেগুলোও কিছুদূর পরপর মহাসড়কে মিশেছে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদসহ ৪০ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলায় ৯ জনের বিরুদ্ধে ৫৪৮ কোটি টাকা পাচারের অভিযোগ করা হয়েছে। অন্যটিতে ৯টি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ১ হাজার ৭৭ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগেসিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারি নদীর বাওনহাওর নামের এলাকা থেকে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়।
৩ ঘণ্টা আগেফরিদপুরের আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় বসতঘর ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৩ ঘণ্টা আগে