Ajker Patrika

ত্রিমুখী বাসের সংঘর্ষে হেলপারের মৃত্যু, সেই শতাব্দী পরিবহনের চালক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
ত্রিমুখী বাসের সংঘর্ষে হেলপারের মৃত্যু, সেই শতাব্দী পরিবহনের চালক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ত্রিমুখী বাসের সংঘর্ষে হেলপার আব্দুল মতিন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শতাব্দী পরিবহনের বাসচালক মো. জিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১। র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন। 

নোমান আহমদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর শাহ আলীর বিসিআইসি কলেজের সামনের শতাব্দী বাস কাউন্টার থেকে গতকাল রোববার রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার হওয়া জিয়া কিশোরগঞ্জের মো. কবিরের ছেলে। 

র‍্যাব কর্মকর্তা বলেন, ‘গত শুক্রবার আবদুল্লাহপুরের হানিফ বাস কাউন্টারের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসের চালক জিয়া বেপরোয়া গতিতে ইউটার্ন করেন। এ সময় পেছন দিকে দাঁড়িয়ে থাকা সেবা গ্রীণ পরিবহনকে ধাক্কা দেয়। গ্রীণ লাইন বাসটি হানিফ পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে বাসের হেলপার আব্দুল মতিন বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরের দিন উত্তরা পশ্চিম থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। ওই মামলায় জিয়াকে গ্রেপ্তার করা হয়।’ 

এএসপি নোমান আহমদ বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাসের হেলপার আব্দুল মতিনের মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত