Ajker Patrika

‘উচিত শিক্ষা দিতে’ সাংবাদিক নাদিমকে হত্যার পরিকল্পনা করেন চেয়ারম্যান: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৩, ০০: ২৮
‘উচিত শিক্ষা দিতে’ সাংবাদিক নাদিমকে হত্যার পরিকল্পনা করেন চেয়ারম্যান: র‍্যাব

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পরিকল্পনায় জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় নিজেই সেখানে উপস্থিত ছিলেন তিনি। 

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান। 

এর আগে আজ সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ সীমান্ত এলাকা থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মনিরুজ্জামান মনির ও জাকিরুল ইসলাম। এ ছাড়া বগুড়ার দুপচাঁচিয়া এলাকা থেকে এই হত্যা মামলার ৪ নম্বর আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার-পরবর্তী সংবাদ সম্মেলনে আল মঈন জানান, ব্যক্তিগত প্রতিহিংসা ও ক্ষোভ থেকেই সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। চেয়ারম্যানের নিজের সন্ত্রাসী বাহিনী নাদিমকে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তাঁকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈনসাংবাদিক নাদিমের মৃত্যুর পর চেয়ারম্যানসহ তাঁর সহযোগিরা এলাকা থেকে পালিয়ে যায়। এই ঘটনায় আজ মামলা হয়। এতে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। 

এই হত্যার ঘটনায় চেয়ারম্যানের ছেলে রিফাতকে আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে র‍্যাবের অগ্রগতি জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, ‘গ্রেপ্তার চেয়ারম্যান বাবু জানিয়েছেন, ঘটনার সময় তাঁর ছেলে সেখানে থাকার কথা। এই ঘটনার পর সে পলাতক রয়েছে। তাঁকে ধরতে আমাদের টিম কাজ করছে।’ 

উল্লেখ্য, ১৪ জুন রাতে সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় কতিপয় সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হন। একপর্যায়ে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় থানা-পুলিশ ১০ জন এবং র‍্যাব চারজনকে গ্রেপ্তার করল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত