নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থ পাচার অপরাধ আইনের শাসনের জন্য হুমকি। গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা এনামুল হক এনু, রুপন ভূঁইয়াসহ ১১ জনকে অর্থ পাচারের দায়ে সাত বছরের কারাদণ্ড দিয়ে যে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়ের পর্যবেক্ষণে বিচারক এ কথা উল্লেখ করেন। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণা করার সময় আদালত বলেন, অর্থ পাচারের অপরাধ সম্পর্কে কিছু বলা প্রাসঙ্গিক। সংগঠিত অপরাধ ও অর্থ পাচার নিঃসন্দেহে আইনের শাসন এবং দেশের টেকসই উন্নয়নের জন্য মারাত্মক হুমকি। মানি লন্ডারিং এখন একটি গুরুতর অপরাধ।
আদালত আরও বলেন, অবৈধ জুয়া তথা ক্যাসিনো ব্যবসার সাম্প্রতিক কার্যক্রম সংগঠিত অপরাধ। ক্যাসিনো জুয়ার সঙ্গে সংশ্লিষ্টরা তাঁদের নোংরা আর্থিক ব্যবস্থায় পাচারের জন্য একটি পেছনের দরজা করে ফেলেছে। অবৈধ জুয়ার কার্যক্রম বিশেষভাবে গুরুতর, কারণ অবৈধ জুয়া থেকে অর্জিত অর্থ পাচার, চাঁদাবাজি, জালিয়াতিসহ অন্যান্য কার্যকলাপে অর্থায়নের জন্য ব্যবহৃত হয়।
আদালত রায়ে বলেছেন, যদি মানি লন্ডারিং অপরাধগুলো নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আর্থিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে। উদীয়মান বাজারে উন্নয়ন প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
আদালত রায়ে আরও বলেন, এই আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে নোংরাভাবে অর্থ পাচারের বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়েছে, তাই উপযুক্ত শাস্তি দেওয়া যুক্তিযুক্ত। এই রূপ শাস্তি অভিযুক্ত ব্যক্তিদের অর্থ পাচারের অপরাধ থেকে বিরত রাখতে পারে।
অর্থ পাচার অপরাধ আইনের শাসনের জন্য হুমকি। গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা এনামুল হক এনু, রুপন ভূঁইয়াসহ ১১ জনকে অর্থ পাচারের দায়ে সাত বছরের কারাদণ্ড দিয়ে যে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়ের পর্যবেক্ষণে বিচারক এ কথা উল্লেখ করেন। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণা করার সময় আদালত বলেন, অর্থ পাচারের অপরাধ সম্পর্কে কিছু বলা প্রাসঙ্গিক। সংগঠিত অপরাধ ও অর্থ পাচার নিঃসন্দেহে আইনের শাসন এবং দেশের টেকসই উন্নয়নের জন্য মারাত্মক হুমকি। মানি লন্ডারিং এখন একটি গুরুতর অপরাধ।
আদালত আরও বলেন, অবৈধ জুয়া তথা ক্যাসিনো ব্যবসার সাম্প্রতিক কার্যক্রম সংগঠিত অপরাধ। ক্যাসিনো জুয়ার সঙ্গে সংশ্লিষ্টরা তাঁদের নোংরা আর্থিক ব্যবস্থায় পাচারের জন্য একটি পেছনের দরজা করে ফেলেছে। অবৈধ জুয়ার কার্যক্রম বিশেষভাবে গুরুতর, কারণ অবৈধ জুয়া থেকে অর্জিত অর্থ পাচার, চাঁদাবাজি, জালিয়াতিসহ অন্যান্য কার্যকলাপে অর্থায়নের জন্য ব্যবহৃত হয়।
আদালত রায়ে বলেছেন, যদি মানি লন্ডারিং অপরাধগুলো নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আর্থিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে। উদীয়মান বাজারে উন্নয়ন প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
আদালত রায়ে আরও বলেন, এই আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে নোংরাভাবে অর্থ পাচারের বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়েছে, তাই উপযুক্ত শাস্তি দেওয়া যুক্তিযুক্ত। এই রূপ শাস্তি অভিযুক্ত ব্যক্তিদের অর্থ পাচারের অপরাধ থেকে বিরত রাখতে পারে।
প্রধান উপদেষ্টার উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘আমি ড. ইউনূসকে প্রশ্ন করব, আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেননি কেন? জুলাই ঘোষণাপত্র দেওয়া জনগণের অধিকার। সেই অধিকার কেড়ে নিলেন কেন? ছাত্ররা গত বছর ও এই বছরের প্রথমে ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলে আপনি তাদের ঘোষণাপত্র দিতে দেননি।’
৩ মিনিট আগেনওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপে অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে নিয়োগ স্থগিত ও পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আবেদনকারীরা।
৬ মিনিট আগেকুমিল্লার তিতাসে নিহত নজরুল ইসলাম ভূঁইয়ার (৩৮) খণ্ডিত দুই হাত উদ্ধারের পর এবার দুই পায়ের চারটি টুকরো পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বালুয়াকান্দি পশ্চিমপাড়ায় মাইঠ্যা নদীতে ভাসমান অবস্থায় একটি বস্তা থেকে টুকরোগুলো উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মোট ছয়টি টুকরো উদ্ধার করা গেলেও এখনো মাথা ও মূল
১১ মিনিট আগেরাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে গাড়ি থেকে দুজনের লাশ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু পায়নি পুলিশ। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে বেজমেন্টে বাইরের কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। ঘটনাস্থলেও কাউকে দেখা যায়নি বলে জানিয়েছে রমনা বিভাগের উপপুলিশ কমিশন
২০ মিনিট আগে