Ajker Patrika

সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৭: ৪৪
রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এই সংঘর্ষ শুরু হয়।

বাসে ওঠাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। বিকেল সোয়া ৪টার সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) তারিক লতিফ আজকের পত্রিকাকে বলেন, আজ বেলা ৩টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। বাসে ওঠাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা চলছে।

রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

এদিকে দুই কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজধানীর সাইন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই এলাকার বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। ফলে মিরপুর সড়কসহ আশপাশের সড়কে চলাচল করা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত