Ajker Patrika

নগর মাতৃসদন এবং নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য রিকশা ব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

নগর মাতৃসদন এবং নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য রিকশা ব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

স্থানীয় সরকার বিভাগের অধীনে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগর মাতৃসদন এবং নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোর রিকশা ব্র্যান্ডিং প্রচারণামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বিসিসি অ্যান্ড মার্কেটিং ফার্ম ভিজ্যুয়াল কমিউনিকেশন আয়োজিত রিকশা ব্র্যান্ডিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান।

তিনি এলাকার জনগণকে প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহণে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত নগর মাতৃসদন এবং নগর স্বাস্থ্য কেন্দ্রে আসতে উৎসাহিত করেন।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট—২য় পর্যায় প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত প্রকল্পটি ১১টি সিটি করপোরেশন এবং ১৮টি পৌরসভায় ৪৫টি নগর মাতৃসদন, ১৬৭টি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং ৩৩৪টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সংশ্লিষ্ট শহরবাসী, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, মা ও শিশুদের স্বল্পমূল্যে ও লাল কার্ডধারীদের বিনা মূল্যে উন্নত প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছে। 

চলমান কার্যক্রমকে এবং ভবিষ্যতে শহরাঞ্চলের স্বল্প আয়ের জনসাধারণকে এই প্রাথমিক স্বাস্থ্য সেবার সুবিধাভোগী হিসেবে আরও বেশি সম্পৃক্ত করার জন্য এলাকায় চলাচলকারী রিকশাগুলোতে ক্লিনিকের প্রচারণামূলক ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। 

ব্র্যান্ডিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি পিএ–৫–এর প্রজেক্ট ম্যানেজার মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিসি অ্যান্ড মার্কেটিং ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ও টিম লিডার এএসএম মারুফ কবির। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত