নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে আজ (বুধবার) সকাল ১০টা থেকে আবারও অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁর সমর্থকেরা। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর আলাদা আলাদা স্থানে কর্মসূচি ঘিরে ঢাকার রাজপথে যানজটের আশঙ্কা করা হচ্ছে।
ডিএসসিসির মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান ধর্মঘট করে আসছেন ইশরাক হোসেনেরা সমর্থকেরা। এর মধ্যে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ তৈরি করেছেন। দিনব্যাপী অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর ব্যস্ত সচিবালয়, প্রেসক্লাব, গুলিস্তান এলাকার মানুষ অসহনীয় যানজটে ভুক্তভোগী হচ্ছেন। কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম। আজও পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এই এলাকায় প্রয়োজনীয় কাজের জন্য অতিরিক্ত সময় নিয়েই নগরবাসীর বের হওয়া উচিত বলে মনে করেছেন অনেকেই।
নির্বাচন কমিশনের ‘পক্ষপাতমূলক’ ভূমিকার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছে এনসিপি। স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে মনে করে দলটি। এ কারণে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করবে এনসিপি।
এনসিপির নেতারা বলছেন, ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’ মামলার বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি, ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে। এমনকি রায়ের পরে তাঁরা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়। আর বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের আমলের আইনে গঠিত হওয়ায় নির্বাচন-ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের প্রতিফলিত ঘটবে না। সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতের শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি করছে। এই সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। দাবি আদায়ে বিক্ষোভ করবে এনসিপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মসূচিতে নেতা-কর্মীদের সক্রিয় অংশ নিতে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতেও বলা হয়েছে। ইসির সামনে এনসিপির অবস্থানের কারণে আগারগাঁও এলাকা, বেগম রোকেয়া সরণিতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। যানজটে মানুষের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। এই এলাকায় প্রয়োজনীয় কাজের জন্য অতিরিক্ত সময় নিয়েই নগরবাসীর বের হওয়া উচিত বলে মনে করেছেন অনেকেই।
গত ১৩ মে রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য। জড়িতদের গ্রেপ্তার ও বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ১৪ মে থেকে কর্মসূচি দিয়ে আসছে ছাত্রদল। গতকাল মঙ্গলবার বিকেলে দুই ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনটির নেতা-কর্মীরা, যাতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। একই দাবিতে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি বুধবারের কর্মসূচি না দিলেও বিকেলে শাহবাগ এলাকায় অবস্থান নিতে পারেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে আজ (বুধবার) সকাল ১০টা থেকে আবারও অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁর সমর্থকেরা। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর আলাদা আলাদা স্থানে কর্মসূচি ঘিরে ঢাকার রাজপথে যানজটের আশঙ্কা করা হচ্ছে।
ডিএসসিসির মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান ধর্মঘট করে আসছেন ইশরাক হোসেনেরা সমর্থকেরা। এর মধ্যে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ তৈরি করেছেন। দিনব্যাপী অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর ব্যস্ত সচিবালয়, প্রেসক্লাব, গুলিস্তান এলাকার মানুষ অসহনীয় যানজটে ভুক্তভোগী হচ্ছেন। কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম। আজও পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এই এলাকায় প্রয়োজনীয় কাজের জন্য অতিরিক্ত সময় নিয়েই নগরবাসীর বের হওয়া উচিত বলে মনে করেছেন অনেকেই।
নির্বাচন কমিশনের ‘পক্ষপাতমূলক’ ভূমিকার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছে এনসিপি। স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে মনে করে দলটি। এ কারণে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করবে এনসিপি।
এনসিপির নেতারা বলছেন, ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’ মামলার বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি, ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে। এমনকি রায়ের পরে তাঁরা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়। আর বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের আমলের আইনে গঠিত হওয়ায় নির্বাচন-ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের প্রতিফলিত ঘটবে না। সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতের শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি করছে। এই সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। দাবি আদায়ে বিক্ষোভ করবে এনসিপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মসূচিতে নেতা-কর্মীদের সক্রিয় অংশ নিতে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতেও বলা হয়েছে। ইসির সামনে এনসিপির অবস্থানের কারণে আগারগাঁও এলাকা, বেগম রোকেয়া সরণিতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। যানজটে মানুষের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। এই এলাকায় প্রয়োজনীয় কাজের জন্য অতিরিক্ত সময় নিয়েই নগরবাসীর বের হওয়া উচিত বলে মনে করেছেন অনেকেই।
গত ১৩ মে রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য। জড়িতদের গ্রেপ্তার ও বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ১৪ মে থেকে কর্মসূচি দিয়ে আসছে ছাত্রদল। গতকাল মঙ্গলবার বিকেলে দুই ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনটির নেতা-কর্মীরা, যাতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। একই দাবিতে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি বুধবারের কর্মসূচি না দিলেও বিকেলে শাহবাগ এলাকায় অবস্থান নিতে পারেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামে ‘ঐকতান এগ্রো’ নামের খামারে দেখা যায়, মালিক মো. ওসমান গনী নিজেই গরুগুলোকে কাঁচা ঘাস খাওয়াচ্ছেন। তিনি প্রায় সাত বছর ধরে চরাঞ্চল থেকে গরু কিনে এনে দেশীয় উপায়ে মোটাতাজাকরণ করে আসছেন। খামারে বর্তমানে রয়েছে ২৬টি গরু, এর মধ্যে ২২টি মাংসের ও ৪টি দুধের গরু...
২৮ মিনিট আগেআসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুরে প্রস্তুত প্রায় ৪৭ হাজার কোরবানিযোগ্য পশুর মধ্যে সবচেয়ে বড় গরুটি হলো ২৫ মণ ওজনের ‘বীর বাহাদুর’। সদর উপজেলার কলাখালি গ্রামের সোহেল সরদারের ‘সরদার অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হয়েছে ব্যতিক্রমী গরুটি। কুচকুচে কালো রঙের গরুটির উচ্চতা প্রায় ছয় ফুট এবং দৈর্ঘ্য আট...
৩৩ মিনিট আগেএবারের কোরবানির জন্য প্রস্তুত গবাদিপশুর মধ্যে রয়েছে ২০ হাজার ৩৯৯টি গরু, ৩১৬টি মহিষ, ২৩ হাজার ২৭টি ছাগল ও ৩ হাজার ২৯৪টি ভেড়া। উপজেলা পর্যায়ে চাহিদা ধরা হয়েছে প্রায় ২২ হাজার ৫০০টি পশু।
৩৩ মিনিট আগেআসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১২ হাজার ৬১৩ টি। তবে খামারিরা প্রস্তুত করেছেন ১৫ হাজার ৭৯৮টি পশু—চাহিদার চেয়ে ৩ হাজার ১৮৫টি বেশি। যার অধিকাংশই দেশি জাতের।
৩৭ মিনিট আগে