গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোমবার সন্ধ্যায় ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তিন দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) তাঁদের আদালতে নেওয়া হবে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন বাবুল, মনিক ও কিবরিয়া। তাঁরা তিনজনই ওই অনুষ্ঠানে বেলুন সরবরাহ করেছিলেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিস্ফোরণের ঘটনায় গত শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় উপপুলিশ পরিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন বাদী হয়ে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্তের জন্য গাজীপুর মেট্রো সদর থানার পুলিশ পরিদর্শক মহিউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ লাইনস আয়োজিত অনুষ্ঠানে বাদীর দায়িত্ব ছিল। ঘটনার দিন বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ওড়ানো বেলুনগুলো আকাশের দিকে না উড়ে পুলিশ লাইনসের ভেতরে অবস্থিত ইন সার্ভিস ট্রেনিং সেন্টারসংলগ্ন পাকা রাস্তায় পড়ে। এ সময় আবু হেনা রনিসহ সেখানে দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান, মোশাররফ হোসেন, রুবেল মিয়া আহত হন।
এজাহারে আরও বলা হয়, প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বেলুন সরবরাহের দায়িত্বে ছিলেন আসামি বাবুল, মানিক ও কিবরিয়া। তাঁরা পরস্পর যোগসাজশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জননিরাপত্তা বিপন্ন হয় এরকম হীন উদ্দেশ্যে সংরক্ষিত স্থানে বেলুনের মধ্যে কৌশলে ক্ষতিকারক দাহ্য পদার্থ/গ্যাস ব্যবহার করে সাপ্লাই দেওয়ার কারণে সেই বেলুনগুলো বিস্ফোরিত হয়, যার পরিপ্রেক্ষিতে আবু হেনা রনিসহ দায়িত্বরত সরকারি কর্মকর্তা ও কর্মচারী (পুলিশ কনস্টেবল) গুরুতর আহত হন। বেলুনগুলো যদি পার্শ্ববর্তী উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বিস্ফোরিত হতো, তাহলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।
এদিকে সোমবার দুপুরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুরকে দেখতে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আবু হেনা রনি বলেছে, আগের চেয়ে ভালো বোধ করছে সে। তাদের দুজনের মানসিক শক্তির প্রশংসা করতে হয়। আশা করছি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। তাদের সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে।’
এই বিস্ফোরণের ঘটনা তদন্তে শনিবার জিএমপির উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন অতিরিক্ত উপকমিশনার (অপরাধ-উত্তর) রেদওয়ান আহমেদ, সহকারী কমিশনার (প্রসিকিউশন) ফাহিম আশজাদ, মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ছিল গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইনসে নাগরিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আখতার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
আরও পড়ুন:
গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোমবার সন্ধ্যায় ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তিন দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) তাঁদের আদালতে নেওয়া হবে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন বাবুল, মনিক ও কিবরিয়া। তাঁরা তিনজনই ওই অনুষ্ঠানে বেলুন সরবরাহ করেছিলেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিস্ফোরণের ঘটনায় গত শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় উপপুলিশ পরিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন বাদী হয়ে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্তের জন্য গাজীপুর মেট্রো সদর থানার পুলিশ পরিদর্শক মহিউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ লাইনস আয়োজিত অনুষ্ঠানে বাদীর দায়িত্ব ছিল। ঘটনার দিন বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ওড়ানো বেলুনগুলো আকাশের দিকে না উড়ে পুলিশ লাইনসের ভেতরে অবস্থিত ইন সার্ভিস ট্রেনিং সেন্টারসংলগ্ন পাকা রাস্তায় পড়ে। এ সময় আবু হেনা রনিসহ সেখানে দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান, মোশাররফ হোসেন, রুবেল মিয়া আহত হন।
এজাহারে আরও বলা হয়, প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বেলুন সরবরাহের দায়িত্বে ছিলেন আসামি বাবুল, মানিক ও কিবরিয়া। তাঁরা পরস্পর যোগসাজশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জননিরাপত্তা বিপন্ন হয় এরকম হীন উদ্দেশ্যে সংরক্ষিত স্থানে বেলুনের মধ্যে কৌশলে ক্ষতিকারক দাহ্য পদার্থ/গ্যাস ব্যবহার করে সাপ্লাই দেওয়ার কারণে সেই বেলুনগুলো বিস্ফোরিত হয়, যার পরিপ্রেক্ষিতে আবু হেনা রনিসহ দায়িত্বরত সরকারি কর্মকর্তা ও কর্মচারী (পুলিশ কনস্টেবল) গুরুতর আহত হন। বেলুনগুলো যদি পার্শ্ববর্তী উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বিস্ফোরিত হতো, তাহলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।
এদিকে সোমবার দুপুরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুরকে দেখতে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আবু হেনা রনি বলেছে, আগের চেয়ে ভালো বোধ করছে সে। তাদের দুজনের মানসিক শক্তির প্রশংসা করতে হয়। আশা করছি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। তাদের সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে।’
এই বিস্ফোরণের ঘটনা তদন্তে শনিবার জিএমপির উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন অতিরিক্ত উপকমিশনার (অপরাধ-উত্তর) রেদওয়ান আহমেদ, সহকারী কমিশনার (প্রসিকিউশন) ফাহিম আশজাদ, মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ছিল গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইনসে নাগরিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আখতার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
আরও পড়ুন:
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৪ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে