নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বাংলাদেশ রেলওয়ের বর্তমান যে টিকেটিং সিস্টেম আছে, সেটাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে। শিগগিরই এ ব্যাপারে জানানো হবে।’
আজ সোমবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের বগি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
রেলপথ মন্ত্রী বলেন, ‘রেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী আগামী দিনে একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সে অনুযায়ী কাজ করছি। একটি দেশের উন্নয়নের জন্য সড়ক-রেল-নৌপথ সবকিছুকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তাছাড়া সমস্ত রেললাইনকে আমরা ব্রডগেজে রূপান্তর করছি। এরই মধ্যে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত সেই কাজ চলমান আছে। বাকি রেলপথের ব্রডগেজে করার কাজ গুরুত্ব বিবেচনা করে শুরু করা হবে।’
উপকূল এক্সপ্রেস ট্রেনের বিষয়ে রেলপথ মন্ত্রী বলেন, ‘ঢাকা-নোয়াখালী রুটে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ১৯৮৬ সালে চালু করা হয়েছিল। এলাকাবাসী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুরোধ ছিল এই ট্রেনের পুরোনো কোচ বদল করে নতুন কোচ দিয়ে চালানোর জন্য। কিন্তু তাদের সে অনুরোধ এখনই পুরোপুরি রাখতে পারছি না। বর্তমানে আমাদের নতুন কোনো কোচ নেই। ফলে সাদা চাইনিজ কোচ দিয়ে চালানো শুরু হলো। দেশে নতুন কোচ আসলে তখন নতুন কোচ দিয়ে চালানো হবে উপকূল এক্সপ্রেস ট্রেন। আগে এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কোনো কোচ ছিল না, এখন যুক্ত করা হলো। ভবিষ্যতে নতুন কোচ যুক্ত হলে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনও যুক্ত করা হবে এই ট্রেনে।’
কী আছে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে
এসি চেয়ার আছে-০৬টি, গার্ড ব্রেক এবং খাবার গাড়িসহ এসি চেয়ার-০১টি, শোভন চেয়ার-০৭টি, গার্ড ব্রেক এবং খাবার গাড়ি সহ শোভন চেয়ার-০১টি, পাওয়ার কার-০১টি কোচ রয়েছে, মোট কোচ-১৬টি কোচ রয়েছে।
ট্রেনটিতে মোট ৭৮৯টি আসন রয়েছে। এর মধ্যে এসি চেয়ার-৩৪৯টি, শোভন চেয়ার-৪৪০ টি।
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বাংলাদেশ রেলওয়ের বর্তমান যে টিকেটিং সিস্টেম আছে, সেটাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে। শিগগিরই এ ব্যাপারে জানানো হবে।’
আজ সোমবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের বগি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
রেলপথ মন্ত্রী বলেন, ‘রেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী আগামী দিনে একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সে অনুযায়ী কাজ করছি। একটি দেশের উন্নয়নের জন্য সড়ক-রেল-নৌপথ সবকিছুকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তাছাড়া সমস্ত রেললাইনকে আমরা ব্রডগেজে রূপান্তর করছি। এরই মধ্যে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত সেই কাজ চলমান আছে। বাকি রেলপথের ব্রডগেজে করার কাজ গুরুত্ব বিবেচনা করে শুরু করা হবে।’
উপকূল এক্সপ্রেস ট্রেনের বিষয়ে রেলপথ মন্ত্রী বলেন, ‘ঢাকা-নোয়াখালী রুটে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ১৯৮৬ সালে চালু করা হয়েছিল। এলাকাবাসী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুরোধ ছিল এই ট্রেনের পুরোনো কোচ বদল করে নতুন কোচ দিয়ে চালানোর জন্য। কিন্তু তাদের সে অনুরোধ এখনই পুরোপুরি রাখতে পারছি না। বর্তমানে আমাদের নতুন কোনো কোচ নেই। ফলে সাদা চাইনিজ কোচ দিয়ে চালানো শুরু হলো। দেশে নতুন কোচ আসলে তখন নতুন কোচ দিয়ে চালানো হবে উপকূল এক্সপ্রেস ট্রেন। আগে এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কোনো কোচ ছিল না, এখন যুক্ত করা হলো। ভবিষ্যতে নতুন কোচ যুক্ত হলে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনও যুক্ত করা হবে এই ট্রেনে।’
কী আছে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে
এসি চেয়ার আছে-০৬টি, গার্ড ব্রেক এবং খাবার গাড়িসহ এসি চেয়ার-০১টি, শোভন চেয়ার-০৭টি, গার্ড ব্রেক এবং খাবার গাড়ি সহ শোভন চেয়ার-০১টি, পাওয়ার কার-০১টি কোচ রয়েছে, মোট কোচ-১৬টি কোচ রয়েছে।
ট্রেনটিতে মোট ৭৮৯টি আসন রয়েছে। এর মধ্যে এসি চেয়ার-৩৪৯টি, শোভন চেয়ার-৪৪০ টি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
১০ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
২৬ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
২ ঘণ্টা আগে