কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম। তিনি বলেছেন, ঢাকা বিভাগের ১৭টি সাংগঠনিক জেলার মধ্যে সাংগঠনিকভাবে সবচেয়ে দুর্বল হলো কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। এ দুর্বল কাঠামো নিয়েই কাজ চলছে এ জেলায়।
আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা আজম বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে যে রিপোর্ট আমার কাছে হস্তান্তর করা হয়েছে, সে অনুযায়ী জেলার অনেক ইউনিটের দীর্ঘদিন ধরে সম্মেলন হয় না। সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি ২৭ বছর। কিশোরগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়নি ২৫ বছর।’ কীভাবে এসব সংগঠনের কার্যক্রম চলছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে এ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ আফজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবীর কাওসার, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ নূর মোহাম্মদ ও কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ জাকিয়া নূর লিপিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।
সভায় চলতি বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে কিশোরগঞ্জে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সকল ইউনিটের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী জাতীয় নির্বাচনে নতুন কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনার কথাও বলেন বক্তারা।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম। তিনি বলেছেন, ঢাকা বিভাগের ১৭টি সাংগঠনিক জেলার মধ্যে সাংগঠনিকভাবে সবচেয়ে দুর্বল হলো কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। এ দুর্বল কাঠামো নিয়েই কাজ চলছে এ জেলায়।
আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা আজম বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে যে রিপোর্ট আমার কাছে হস্তান্তর করা হয়েছে, সে অনুযায়ী জেলার অনেক ইউনিটের দীর্ঘদিন ধরে সম্মেলন হয় না। সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি ২৭ বছর। কিশোরগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়নি ২৫ বছর।’ কীভাবে এসব সংগঠনের কার্যক্রম চলছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে এ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ আফজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবীর কাওসার, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ নূর মোহাম্মদ ও কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ জাকিয়া নূর লিপিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।
সভায় চলতি বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে কিশোরগঞ্জে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সকল ইউনিটের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী জাতীয় নির্বাচনে নতুন কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনার কথাও বলেন বক্তারা।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২৭ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
১ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে