Ajker Patrika

প্রতারণা থেকে ফেরাতে না পেরে কবিরাজ বন্ধুকে খুন: পুলিশ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২১: ১৬
প্রতারণা থেকে ফেরাতে না পেরে কবিরাজ বন্ধুকে খুন: পুলিশ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় কবিরাজ আল আমিন শেখ হত্যার ঘটনায় প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে দাবি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। 

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম। 
 
হাফিজ মাস্টারের বরাত দিয়ে তিনি বলেন, ‘কবিরাজির মতো প্রতারণামূলক’ পেশা থেকে ফেরাতে না পারায় আল আমিন শেখকে গলা কেটে হত্যা করেন তিনি। ঝাড়-ফুঁকের জন্য মানুষ ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার হচ্ছে। বিভিন্ন সময় নিবৃত্ত করার চেষ্টা করলেও আল আমিন তাঁর কথা শোনেনি। তাই তাঁকে গলা কেটে হত্যা করেন।

গতকাল রোববার রাতে ফতুল্লার নয়ামাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। 

মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, হাফিজুর রহমান ও কবিরাজ আল আমিন শেখ পূর্বপরিচিত। দুজনে একসঙ্গে জাহাজে কাজ করতেন। তখন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিন বছর ধরে আল আমিন কবিরাজি ব্যবসা শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে আল আমিনের বাসায় বেড়াতে আসেন হাফিজ মাস্টার। এরপর তাঁরা এক কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোর হলে পরিকল্পনা অনুযায়ী ঘুমন্ত আল আমিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি। পরে ঘর থেকে বেরিয়ে গিয়ে ফতুল্লার পাগলা মসজিদে ফজরের নামাজ আদায় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত