নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভার পৌর এলাকায় ইজারার শর্ত ভঙ্গ করে সরকারি জমিতে অবৈধভাবে পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসনে পাল্টাপাল্টি আবেদনের কারণে হাটটি উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান আটকে আছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচার জন্য এ বছর পৌর এলাকায় একটি হাটের ইজারা দেওয়া হয়েছে। আতিকুর রহমান রাজু নামের এক ব্যক্তি ১ কোটি ৬ লাখ টাকায় ইজারা পেয়েছেন।
ইজারার শর্ত অনুযায়ী, পৌর এলাকার গেন্ডা বালুর মাঠে হাট বসানোর কথা। কিন্তু ইজারাদার হাট বসিয়েছেন পৌরসভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাংলাদেশ বেতারের জমিতে। এ জন্য বেতারের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার একটি প্রাচীর ভেঙে ফেলা হয়েছে।
এ বিষয়ে ইজারাদারের পক্ষ থেকে বলা হচ্ছে, পৌরসভার পক্ষ থেকে গেন্ডা এলাকায় যে বালুর মাঠে হাট বসানোর কথা বলা হয়েছে, তা আওয়ামী লীগের এক নেতার জমি। এ কারণে ওই বালুর মাঠে হাট না বসিয়ে রেডিও কলোনি এলাকায় বেতারের জমিতে স্থানান্তর করা হয়েছে। এ জন্য বেতারের পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি।
জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক আবু বকর সরকার বলেন, নির্ধারিত জায়গার পরিবর্তে অন্য জায়গায় অবৈধভাবে পশুর হাট বসানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল শনিবার ইজারাদার আতিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এর কারণে ঢাকার জেলা প্রশাসক অবৈধ হাটটি উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী আজ রোববার হাটটি অপসারণের সব প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ইজারাদারের পক্ষ থেকে পরিবর্তিত স্থানে হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অবৈধ হাট উচ্ছেদের জন্য ইউএনও কার্যালয়ে আবেদন করা হয়। পাল্টাপাল্টি আবেদনের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে। জেলা প্রশাসকের চূড়ান্ত সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার সাভার পৌর এলাকায় ইজারার শর্ত ভঙ্গ করে সরকারি জমিতে অবৈধভাবে পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসনে পাল্টাপাল্টি আবেদনের কারণে হাটটি উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান আটকে আছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচার জন্য এ বছর পৌর এলাকায় একটি হাটের ইজারা দেওয়া হয়েছে। আতিকুর রহমান রাজু নামের এক ব্যক্তি ১ কোটি ৬ লাখ টাকায় ইজারা পেয়েছেন।
ইজারার শর্ত অনুযায়ী, পৌর এলাকার গেন্ডা বালুর মাঠে হাট বসানোর কথা। কিন্তু ইজারাদার হাট বসিয়েছেন পৌরসভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাংলাদেশ বেতারের জমিতে। এ জন্য বেতারের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার একটি প্রাচীর ভেঙে ফেলা হয়েছে।
এ বিষয়ে ইজারাদারের পক্ষ থেকে বলা হচ্ছে, পৌরসভার পক্ষ থেকে গেন্ডা এলাকায় যে বালুর মাঠে হাট বসানোর কথা বলা হয়েছে, তা আওয়ামী লীগের এক নেতার জমি। এ কারণে ওই বালুর মাঠে হাট না বসিয়ে রেডিও কলোনি এলাকায় বেতারের জমিতে স্থানান্তর করা হয়েছে। এ জন্য বেতারের পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি।
জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক আবু বকর সরকার বলেন, নির্ধারিত জায়গার পরিবর্তে অন্য জায়গায় অবৈধভাবে পশুর হাট বসানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল শনিবার ইজারাদার আতিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এর কারণে ঢাকার জেলা প্রশাসক অবৈধ হাটটি উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী আজ রোববার হাটটি অপসারণের সব প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ইজারাদারের পক্ষ থেকে পরিবর্তিত স্থানে হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অবৈধ হাট উচ্ছেদের জন্য ইউএনও কার্যালয়ে আবেদন করা হয়। পাল্টাপাল্টি আবেদনের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে। জেলা প্রশাসকের চূড়ান্ত সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জে নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৪। এ সময় কারখানার মালিক মোনায়েম আহমেদকে ১৫ দিনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকায় এই অভিযান চালানো হয়।
৯ মিনিট আগেশেরপুরে সড়ক দুর্ঘটনায় রিফাত খন্দকার (২২) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেদেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের অনুমতি পাওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ১২ আগস্ট থেকে চাল আমদানি শুরু হয় ভারত থেকে। চাল আমদানির পর অনেকটাই নিয়ন্ত্রণে আসে চালের বাজার। ফলে সব ধরনের চালে দাম কমেছে তিন থেকে চার টাকা পর্যন্ত। আজ বৃহস্পতিবার হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে,
২২ মিনিট আগেজ্বর, দুর্বলতা ও বমি নিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হন রেজিয়া বেগম (৫০)। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার দিনমজুর আজিজুল ইসলামের স্ত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুতি নেন। এ জন্য বাড়ি থেকে সঙ্গে এনেছিলেন ৫ হাজার টাকা।
২৭ মিনিট আগে