নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে আদালতে আনার খবরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন টাকা ফেরত না পাওয়া ভুক্তভোগীরা। মানববন্ধনের একপর্যায়ে বাশারকে আদালতে আনা হলে ভুক্তভোগীরা তাঁকে লক্ষ্য করে কিল-ঘুষি মারেন। এ সময় তাঁর ওপর ডিমও নিক্ষেপ করেন তাঁরা।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
দুপুরে বাশারকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন। প্রথমে তাঁকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় বাশারের কাছে প্রতারিত হওয়া শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আদালতে হাজির হন। তাঁরা বাশারের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে বাশারকে হাজতখানা থেকে আদালতে কাঠগড়ায় নেওয়ার সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটে ভুক্তভোগীরা বাশারকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করে। সিঁড়ি দিয়ে আদালতের চারতলায় নেওয়ার সময়ও তাঁকে কয়েকজনের মারধরও করে। কিল, ঘুষি, লাথি মারে।
প্রত্যক্ষদর্শী ঢাকার আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, কয়েকটা ডিম বাশারকে লক্ষ্য করে মারে ভুক্তভোগীরা। কয়েকজনে কিল, ঘুষি, লাথি মারে। এ সময় দায়িত্বরত পুলিশ তাদের প্রতিরোধ করতে সক্ষম হয়।
আদালতে হাজিরের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই খালিদ সাইফুল্লাহ বাশারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে বাশারের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার সকালে বাশারকে আটক করে সিআইডি। পরে অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন:
অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে আদালতে আনার খবরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন টাকা ফেরত না পাওয়া ভুক্তভোগীরা। মানববন্ধনের একপর্যায়ে বাশারকে আদালতে আনা হলে ভুক্তভোগীরা তাঁকে লক্ষ্য করে কিল-ঘুষি মারেন। এ সময় তাঁর ওপর ডিমও নিক্ষেপ করেন তাঁরা।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
দুপুরে বাশারকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন। প্রথমে তাঁকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় বাশারের কাছে প্রতারিত হওয়া শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আদালতে হাজির হন। তাঁরা বাশারের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে বাশারকে হাজতখানা থেকে আদালতে কাঠগড়ায় নেওয়ার সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটে ভুক্তভোগীরা বাশারকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করে। সিঁড়ি দিয়ে আদালতের চারতলায় নেওয়ার সময়ও তাঁকে কয়েকজনের মারধরও করে। কিল, ঘুষি, লাথি মারে।
প্রত্যক্ষদর্শী ঢাকার আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, কয়েকটা ডিম বাশারকে লক্ষ্য করে মারে ভুক্তভোগীরা। কয়েকজনে কিল, ঘুষি, লাথি মারে। এ সময় দায়িত্বরত পুলিশ তাদের প্রতিরোধ করতে সক্ষম হয়।
আদালতে হাজিরের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই খালিদ সাইফুল্লাহ বাশারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে বাশারের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার সকালে বাশারকে আটক করে সিআইডি। পরে অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন:
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১৯ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২৪ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৯ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে