ঢামেক প্রতিবেদক
রাজধানীর আজিমপুর সরকারি ডে কেয়ার সেন্টারে উম্মে আলিফা নামে ১১ মাসের এক মেয়ে শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ মেয়েটিকে হত্যা করা হয়েছে।
আজ বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মা ইসমত আরা পরিবার পরিকল্পনার সিনিয়র স্টাফ নার্স। তিনি বলেন, তাদের বাসা লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডে। তিনি পরিবার পরিকল্পনায় সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। তার এক ছেলে এক মেয়ে। গত ৬ মাস থেকে বড় ছেলে আল আরাভী ও মেয়ে আলিফাকে আজিমপুর ডে-কেয়ার সেন্টারে রেখে কাজে যান। আজকে দুপুড়ে মিম নামে এক শিক্ষিকা ফোন দিয়ে বলে ছোট মেয়ে অসুস্থ। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ঢাকা মেডিকেলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।
ইসমত আরা অভিযোগ করেন, ‘তার মেয়ের মাথায় ও দুই চোখের উপড়ে আঘাত রয়েছে। তাকে হত্যা করা হয়েছে।’
শিশুটির বাবা আল আমিন তালুকদার বলেন, ‘ঘটনার পর বড় ছেলে আরাভীকে আনতে আজিমপুরের ডে-কেয়ার সেন্টারে যাই। সেখানের কর্মকর্তারা জানায়, বাথরুমের বালতির পানিতে পরে গিয়েছিল। আবার বলে অসুস্থ হয়ে পরে ছিল। তাদের কথায় গড়মিল রয়েছে। আমার মেয়ের মৃত্যুর বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘আজিমপুর থেকে এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজিমপুর ডে কেয়ারের কর্মকর্তারা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছিল শিশুটি বালতির পানিতে পরে গিয়েছিল।’
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হেলাল উদ্দিন বলেন, ‘আজিমপুর মধ্যবিত্ত নামে ওই ডে কেয়ার সেন্টারে শিশুর মৃত্যুর বিস্তারিত ঘটনা জানার জন্য সেখানে অবস্থান করছি। তবে প্রাথমিকভাবে যতটুকু বোঝা যাচ্ছে অবহেলার কারণে শিশুর মৃত্যু হয়েছে। সেখান থেকে জানতে পেরেছি বালতির পানিতে পড়ে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
রাজধানীর আজিমপুর সরকারি ডে কেয়ার সেন্টারে উম্মে আলিফা নামে ১১ মাসের এক মেয়ে শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ মেয়েটিকে হত্যা করা হয়েছে।
আজ বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মা ইসমত আরা পরিবার পরিকল্পনার সিনিয়র স্টাফ নার্স। তিনি বলেন, তাদের বাসা লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডে। তিনি পরিবার পরিকল্পনায় সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। তার এক ছেলে এক মেয়ে। গত ৬ মাস থেকে বড় ছেলে আল আরাভী ও মেয়ে আলিফাকে আজিমপুর ডে-কেয়ার সেন্টারে রেখে কাজে যান। আজকে দুপুড়ে মিম নামে এক শিক্ষিকা ফোন দিয়ে বলে ছোট মেয়ে অসুস্থ। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ঢাকা মেডিকেলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।
ইসমত আরা অভিযোগ করেন, ‘তার মেয়ের মাথায় ও দুই চোখের উপড়ে আঘাত রয়েছে। তাকে হত্যা করা হয়েছে।’
শিশুটির বাবা আল আমিন তালুকদার বলেন, ‘ঘটনার পর বড় ছেলে আরাভীকে আনতে আজিমপুরের ডে-কেয়ার সেন্টারে যাই। সেখানের কর্মকর্তারা জানায়, বাথরুমের বালতির পানিতে পরে গিয়েছিল। আবার বলে অসুস্থ হয়ে পরে ছিল। তাদের কথায় গড়মিল রয়েছে। আমার মেয়ের মৃত্যুর বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘আজিমপুর থেকে এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজিমপুর ডে কেয়ারের কর্মকর্তারা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছিল শিশুটি বালতির পানিতে পরে গিয়েছিল।’
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হেলাল উদ্দিন বলেন, ‘আজিমপুর মধ্যবিত্ত নামে ওই ডে কেয়ার সেন্টারে শিশুর মৃত্যুর বিস্তারিত ঘটনা জানার জন্য সেখানে অবস্থান করছি। তবে প্রাথমিকভাবে যতটুকু বোঝা যাচ্ছে অবহেলার কারণে শিশুর মৃত্যু হয়েছে। সেখান থেকে জানতে পেরেছি বালতির পানিতে পড়ে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৯ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৪ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৮ মিনিট আগে