নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খানকে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৭ সেপ্টেম্বর সেলিম চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের নির্দেশক্রমে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। একই সঙ্গে জামিনের আবেদন করেন। ওই দিন বিস্তারিত শুনানি শেষে আদালত সেলিম চেয়ারম্যানকে জামিনের বিষয়টি নিষ্পত্তি না করে যেমন আছে তেমন থাকার অনুমতি দেন।
পরে ১২ অক্টোবর পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ধার্য করেন। আজ সেলিম চেয়ারম্যান আদালতে হাজির হন। বিকেলে শুনানি শুরু হয়।
সেলিম খানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুল ইসলাম। তিনি বলেন, ‘আদালতে স্বেচ্ছায় এসেছেন সেলিম খান। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জামিনে পালাবেন না। তিনি আরও বলেন, আসামি একটি টাকাও অবৈধভাবে অর্জন করেননি। তিনি কোনো তথ্য গোপন করেননি। তিনি নিয়মিত আয়কর দিয়ে আসছেন। তার নামে সরকারি চেক ছিল কোটি কোটি টাকার। সরকার টাকা দিয়েছেন তার জমি অধিগ্রহণ করে। এই টাকা কীভাবে অবৈধ হয়?’
দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান, মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানিতে তাঁরা বলেন, ‘৩৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুদক অনুসন্ধান শেষে এই অভিযোগের সত্যতা পেয়ে মামলা করেছে। মামলাটির তদন্তাধীন রয়েছে। প্রথমে তাকে হাইকোর্ট আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের আগাম জামিন দেন। দুর্নীতি দমন কমিশন আসামি সেলিম খানের আগাম জামিনের বিষয়টি চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করেন। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি সেলিম খানের আগাম জামিনের আদেশ স্থগিত করেন। এমতাবস্থায় অত্র আদালতে সেলিম খান জামিন পেতে পারেন না।’
সেলিম খান অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। দুদকের আইনজীবীরা সেলিম খানের জামিনের বিরোধিতা করে আরও বলেন, তাকে রিমান্ড নেওয়ার প্রয়োজন হতে পারে। কাজে তাকে কারাগারে পাঠানো হোক।
গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলে তাকে চার সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। একই সঙ্গে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সেলিম খানকে ঢাকার মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ সেলিম খান আত্মসমর্পণ করেন।
গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে মামলা করেন। ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ এই মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ভূমি অধিগ্রহণের জন্য সেলিম খানের ইউনিয়নের মেঘনা পাড়ে একটি এলাকা নির্ধারণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জন্য ৬২ একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করতে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান সেলিম খান, তার ছেলেমেয়েসহ অন্য জমির মালিকরা অস্বাভাবিক মূল্যে দলিল তৈরি করেছেন। ফলে ওই জমি অধিগ্রহণে সরকারের ব্যয় বেড়ে দাঁড়ায় ৫৫৩ কোটি টাকা।
জমির অস্বাভাবিক মূল্য নিয়ে জেলা প্রশাসকের তদন্তে সরকারের বিপুল পরিমাণ অর্থ লোপাট করার পরিকল্পনা ধরা পড়ে। পরে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে বিষয়গুলো উল্লেখ করেন জেলা প্রশাসক, যা নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।
এর আগে চাঁদপুর ভূমি অধিগ্রহণ সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করায় চেয়ারম্যান সেলিম খানকে গত ১০ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা প্রশাসন। অন্যদিকে কয়েক বছর ধরে চাঁদপুরের নদী অঞ্চল থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে ওই চেয়ারম্যানসহ একটি চক্রের বিরুদ্ধে। এ কারণে তিনি 'বালুখেকো' সেলিম খান নামেও পরিচিত। অবৈধভাবে বালু উত্তোলনের জন্য তাকে জরিমানাও করা হয়।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খানকে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৭ সেপ্টেম্বর সেলিম চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের নির্দেশক্রমে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। একই সঙ্গে জামিনের আবেদন করেন। ওই দিন বিস্তারিত শুনানি শেষে আদালত সেলিম চেয়ারম্যানকে জামিনের বিষয়টি নিষ্পত্তি না করে যেমন আছে তেমন থাকার অনুমতি দেন।
পরে ১২ অক্টোবর পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ধার্য করেন। আজ সেলিম চেয়ারম্যান আদালতে হাজির হন। বিকেলে শুনানি শুরু হয়।
সেলিম খানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুল ইসলাম। তিনি বলেন, ‘আদালতে স্বেচ্ছায় এসেছেন সেলিম খান। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জামিনে পালাবেন না। তিনি আরও বলেন, আসামি একটি টাকাও অবৈধভাবে অর্জন করেননি। তিনি কোনো তথ্য গোপন করেননি। তিনি নিয়মিত আয়কর দিয়ে আসছেন। তার নামে সরকারি চেক ছিল কোটি কোটি টাকার। সরকার টাকা দিয়েছেন তার জমি অধিগ্রহণ করে। এই টাকা কীভাবে অবৈধ হয়?’
দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান, মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানিতে তাঁরা বলেন, ‘৩৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুদক অনুসন্ধান শেষে এই অভিযোগের সত্যতা পেয়ে মামলা করেছে। মামলাটির তদন্তাধীন রয়েছে। প্রথমে তাকে হাইকোর্ট আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের আগাম জামিন দেন। দুর্নীতি দমন কমিশন আসামি সেলিম খানের আগাম জামিনের বিষয়টি চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করেন। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি সেলিম খানের আগাম জামিনের আদেশ স্থগিত করেন। এমতাবস্থায় অত্র আদালতে সেলিম খান জামিন পেতে পারেন না।’
সেলিম খান অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। দুদকের আইনজীবীরা সেলিম খানের জামিনের বিরোধিতা করে আরও বলেন, তাকে রিমান্ড নেওয়ার প্রয়োজন হতে পারে। কাজে তাকে কারাগারে পাঠানো হোক।
গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলে তাকে চার সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। একই সঙ্গে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সেলিম খানকে ঢাকার মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ সেলিম খান আত্মসমর্পণ করেন।
গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে মামলা করেন। ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ এই মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ভূমি অধিগ্রহণের জন্য সেলিম খানের ইউনিয়নের মেঘনা পাড়ে একটি এলাকা নির্ধারণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জন্য ৬২ একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করতে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান সেলিম খান, তার ছেলেমেয়েসহ অন্য জমির মালিকরা অস্বাভাবিক মূল্যে দলিল তৈরি করেছেন। ফলে ওই জমি অধিগ্রহণে সরকারের ব্যয় বেড়ে দাঁড়ায় ৫৫৩ কোটি টাকা।
জমির অস্বাভাবিক মূল্য নিয়ে জেলা প্রশাসকের তদন্তে সরকারের বিপুল পরিমাণ অর্থ লোপাট করার পরিকল্পনা ধরা পড়ে। পরে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে বিষয়গুলো উল্লেখ করেন জেলা প্রশাসক, যা নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।
এর আগে চাঁদপুর ভূমি অধিগ্রহণ সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করায় চেয়ারম্যান সেলিম খানকে গত ১০ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা প্রশাসন। অন্যদিকে কয়েক বছর ধরে চাঁদপুরের নদী অঞ্চল থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে ওই চেয়ারম্যানসহ একটি চক্রের বিরুদ্ধে। এ কারণে তিনি 'বালুখেকো' সেলিম খান নামেও পরিচিত। অবৈধভাবে বালু উত্তোলনের জন্য তাকে জরিমানাও করা হয়।
অত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যাহতি চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। এদিকে নির্বাচনী কমিটিতে না থেকেও অব্যাহতির বিষয়ে ছাত্রদলের এমন বক্তব্য মানহানিকর দাবি করে
২ ঘণ্টা আগেমাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনচালক শাহাদাৎ হোসেন সরদার (৪০) মারা গেছেন। আজ সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেভোলায় মেঘনা নদীর ভাঙন রোধে ও নদীর তীরে ব্লক ফেলার দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ করেছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে