Ajker Patrika

পদ্মা সেতুর সড়ক পথে শুরু হয়েছে পিচ ঢালাই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২২, ১৪: ১৬
পদ্মা সেতুর সড়ক পথে শুরু হয়েছে পিচ ঢালাই 

নানা প্রতিকূলতার মধ্যেও দ্রুত এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ। সেতুর নির্মাণকাজ শেষের পথে। বুধবার থেকে শুরু হয়েছে সেতুর উপরে সড়ক পথের পিচ ঢালাইয়ের কাজ। এ কাজের পরে লাইটিং, ল্যাম্পপোস্ট এবং বিদ্যুৎ সঞ্চালনের লাইন স্থাপন করা হবে। তার পরেই সেতুটি যানবাহন চলাচলের জন্য উপযোগী হয়ে যাবে। 

সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা থেকে শুরু করে সেতুর উপরে প্রায় ৬০ মিটার অংশে পিচ ঢালাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। এর আগে গত জুলাই মাসের মাঝামাঝিতে সেতুতে পরীক্ষামূলকভাবে পিচ ঢালাইয়ের কাজ করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকা’কে বলেন, ‘সেতুর সড়ক পথের পিচ ঢালায়ের কাজ শেষ করতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে আমাদের। এ কাজ হয়ে গেলে সেতুর আর তেমন কোন বড় কাজ থাকবে না। বাকি ছোট খাটো কাজ সেতু চালুর আগেই শেষ হয়ে যাবে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের জুনে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য চালু করা হবে।’ 

চলতি অক্টোবর মাস পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮৭ দশমিক ৭৫ শতাংশ। মূল সেতুর কাজ এগিয়েছে ৯৪ দশমিক ৫০ শতাংশ। এ ছাড়া নদীশাসনের কাজের অগ্রগতি দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৭৫ শতাংশ। বর্ষা মৌসুমের কারণে নদীশসান কাজের অগ্রগতি নেই বললেই চলে। আগামী মাস থেকে নদীশাসনের কাজের গতি আরও বাড়ানো হবে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

দৃশ্যমান ৬ দশমিক ১৫ কিলোমিটার দ্বিতল পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরাকে যুক্ত করেছে। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। 

সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা মেগা এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত