Ajker Patrika

সাভারে বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক সাভার ও সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮: ২৬
বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা
বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর এলাকায় প্রাইভেট কার ও বাসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের বলিয়ারপুর এলাকার ঢাকামুখী লেনে এস. এন. সিএনজি অ্যান্ড এলপিজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সাভারের নগরকোন্ডা এলাকার ইব্রাহিম (৫৫), বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন(৫৫), প্রাইভেট কারের চালক ও গাড়ির মালিক মজিবুর(৬৮)।

আহতরা হলেন— শাহাবুদ্দিন ও আ. জলিল। শাহাবুদ্দিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আব্দুল জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সি লাইন নামে একটি দূরপাল্লার বাস ও প্রাইভেটকারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উলটে যায় প্রাইভেট কারটি। গাড়িতে থাকা ৫ ব্যক্তির মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। স্থানীয়রা বাসটি আটক করলেও পালিয়ে যান বাসের হেলপার ও চালক।

আহত শাহাবুদ্দিনের শ্যালক বলিয়ারপুর এলাকার স্থানীয় বাসিন্দা আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘তারা মেয়ে দেখে ফিরছিলেন। এমন সময় গ্যাস নিয়ে ইউ টার্ন করার সময় দুর্ঘটনা ঘটে। তিনজন মারা গেছেন। আমার দুলাভাইকে নিয়ে হাসপাতালে এসেছি। তার অবস্থা আশঙ্কাজনক।’

নিহত মজিবুর রহমানের ভাগনে আ. হাকীম বলেন, ‘মামা মজিবুর রহমানসহ পাঁচজন প্রাইভেটকার যোগে সাভারের দিকে যাচ্ছিলেন। বেলা দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিলেন তারা। এ সময় ঢাকামুখী সি-লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।’

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, ‘এ সময় প্রাইভেট কারে থাকা পাঁচজনের মধ্যে আমার মামাসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুজন। আহতদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিকেলে ও অপরজনকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘প্রাইভেট কারটি সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে রং সাইড দিয়ে ইউ টার্ন নিচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস ওই প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দিলে কারটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যান। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত